Ajker Patrika

চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে যাত্রীর মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে যাত্রীর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ের তাণ্ডবে চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে যাত্রীর মৃত্যু হয়েছে। যাত্রীর নাম—আদম আলী ফকির (৫০)। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে সাগর মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের তাণ্ডবে চলন্ত অটোতে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছিলেন।

নিহত আদম আলী ফকির উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দসাংসা গ্রামের মৃত সিরাজউদ্দীনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে অটো যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে বিরিশিরি আঞ্চলিক সড়কের ঘোড়াইত নামক স্থানে পৌঁছাতেই হঠাৎ ঝড়ের কবলে পড়লে বড় একটি গাছ অটোর ওপর পড়ে। এ সময় আদম আলী অটোর ভেতরেই চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়েছি। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত