কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আবদুল জলিল (৪০) ও আশরাফুল (২৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আশরাফুলের বাড়ি নান্দাইল উপজেলার কুতুবপুরে এবং জলিলের কেন্দুয়া উপজেলার নওপাড়ায়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আশরাফুল ও আবদুল জলিল যাত্রীবেশে রনির ইজিবাইকে উঠে উপজেলার বেখৈরহাটি বাজারের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে পথে ইজিবাইক চালক রনিকে নেশাজাতীয় দ্রব্য মেশানো জুস খেতে দেওয়া হয়। এতে রনি অচেতন হয়ে পড়লে যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে অচেতন অবস্থায় চালক রনিকে উদ্ধার এবং আশরাফুল ও জলিল নামের দুই ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশ গিয়ে ইজিবাইকটি জব্দ এবং আটক দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেন।
অসুস্থ রনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় ইজিবাইকের চালক রনির বাবা উমেদ আলী বাদী হয়ে আজ শুক্রবার কেন্দুয়া থানায় একটি মামলা করেন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আশরাফুল ও আবদুল জলিলকে আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোনার কেন্দুয়ায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আবদুল জলিল (৪০) ও আশরাফুল (২৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আশরাফুলের বাড়ি নান্দাইল উপজেলার কুতুবপুরে এবং জলিলের কেন্দুয়া উপজেলার নওপাড়ায়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আশরাফুল ও আবদুল জলিল যাত্রীবেশে রনির ইজিবাইকে উঠে উপজেলার বেখৈরহাটি বাজারের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে পথে ইজিবাইক চালক রনিকে নেশাজাতীয় দ্রব্য মেশানো জুস খেতে দেওয়া হয়। এতে রনি অচেতন হয়ে পড়লে যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে অচেতন অবস্থায় চালক রনিকে উদ্ধার এবং আশরাফুল ও জলিল নামের দুই ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশ গিয়ে ইজিবাইকটি জব্দ এবং আটক দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেন।
অসুস্থ রনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় ইজিবাইকের চালক রনির বাবা উমেদ আলী বাদী হয়ে আজ শুক্রবার কেন্দুয়া থানায় একটি মামলা করেন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আশরাফুল ও আবদুল জলিলকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
৬ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
১৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
২৫ মিনিট আগে