Ajker Patrika

চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আটক ২

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আটক ২

নেত্রকোনার কেন্দুয়ায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর সময় আবদুল জলিল (৪০) ও আশরাফুল (২৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আশরাফুলের বাড়ি নান্দাইল উপজেলার কুতুবপুরে এবং জলিলের কেন্দুয়া উপজেলার নওপাড়ায়।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আশরাফুল ও আবদুল জলিল যাত্রীবেশে রনির ইজিবাইকে উঠে উপজেলার বেখৈরহাটি বাজারের উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে পথে ইজিবাইক চালক রনিকে নেশাজাতীয় দ্রব্য মেশানো জুস খেতে দেওয়া হয়। এতে রনি অচেতন হয়ে পড়লে যাত্রীবেশে থাকা ব্যক্তিরা ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে অচেতন অবস্থায় চালক রনিকে উদ্ধার এবং আশরাফুল ও জলিল নামের দুই ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশ গিয়ে ইজিবাইকটি জব্দ এবং আটক দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেন।

অসুস্থ রনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় ইজিবাইকের চালক রনির বাবা উমেদ আলী বাদী হয়ে আজ শুক্রবার কেন্দুয়া থানায় একটি মামলা করেন।

কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আশরাফুল ও আবদুল জলিলকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত