Ajker Patrika

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রতিনিধি, বারহাট্টা (নেত্রকোনা) 
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১২: ২০
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

নেত্রকোনার বারহাট্টা থানার এক পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান হাবিব (৪০)। তিনি বারহাট্টা থানার উপপরিদর্শক ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বারহাট্টা থানায় ডিউটিতে যাচ্ছিলেন। নেত্রকোনা-বারহাট্টা সড়কের সতরশ্রী এলাকায় পৌঁছার পর তিনি দুর্ঘটনার শিকার হন। 

জানা গেছে, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান হাবিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সুস্পষ্ট কারণ জানা যায়নি। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. এনামুল হক ও উপপরিদর্শক মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, দুর্ঘটনাস্থলের কাছে হাবিবের মোটরসাইকেল ও একটি ভ্যানগাড়ি উল্টে পড়ে থাকতে দেখা যায়। ওই গাড়ির সঙ্গে হালিমের মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত