Ajker Patrika

গৌরীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৭
গৌরীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর রেল ক্রসিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

জানা যায়, ময়মনসিংহ-চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুরের ভবানীপুর রেল সেতু অতিক্রম করার সময় এক ব্যক্তি হাত বাড়িয়ে সংকেত দেন। এ সময় ট্রেন থেকে পলিথিনে মোড়ানো একটি প্যাকেট ছুড়ে ফেলা হয়। প্যাকেটটি নিয়ে দ্রুত পালাতে চাইলে লোকজনের সন্দেহ হয়। ধাওয়া দিয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।

গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন, পলিথিনে টেপ দিয়ে আটকানো দুটি প্যাকেটে গাঁজা ছিল, যার ওজন দুই কেজি। আটক ব্যক্তি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া (৩৮)। তিনি একজন মাদক ব্যবসায়ী। 

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে মাদক পাচার করছেন। উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত