Ajker Patrika

ঈশ্বরগঞ্জে ‘মাটি খুঁড়ে পাওয়া স্বর্ণমুদ্রা’ বিক্রির সময় দুই যুবক আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ০০
ঈশ্বরগঞ্জে ‘মাটি খুঁড়ে পাওয়া স্বর্ণমুদ্রা’ বিক্রির সময় দুই যুবক আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘মাটি খুঁড়ে পাওয়া স্বর্ণমুদ্রা’ বিক্রির সময় দুই যুবককে আটক করা হয়েছে। নকল স্বর্ণমুদ্রা বিক্রির নামে প্রতারণার অভিযোগে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আজ মঙ্গলবার উপজেলার সোহাগী বাজার থেকে তাঁদের আটক করা হয়।

এ ঘটনায় স্থানীয় উপজেলার সোহাগী বাজারের কাপড় ব্যবসায়ী ভুক্তভোগী মো. কামরুল হাসান (৩৫) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় প্রতারণার মামলা করেছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার গজারিয়া গ্রামের মো. আজাদ শেখ (৩২) এবং একই এলাকার রবিউল শেখ (৩২)।

পুলিশ জানায়, কামরুল হাসানের সোহাগী বাজারে একটি কাপড়ের দোকান রয়েছে। ওই প্রতারক দুজন গত ২৮ জানুয়ারি কামরুলের দোকানে যান। দোকানে লুঙ্গি কেনার একপর্যায়ে জানান, তাঁরা দুজন রাজমিস্ত্রির কাজ করেন। এক হিন্দু বাড়িতে মাটি খননের সময় ৬৭০টি স্বর্ণমুদ্রা পেয়েছেন। ৪ হাজার টাকা মূল্যের প্রতিটি মুদ্রা ১ হাজার টাকায় বিক্রি করবেন বলে একটি স্বর্ণমুদ্রা ওই ব্যবসায়ীকে দেওয়া হয়। পরে ওই ব্যবসায়ী স্থানীয় একটি স্বর্ণালংকারের দোকানে তা পরীক্ষা করিয়ে জানতে পারেন, মুদ্রাটি আসল। প্রলোভনে পড়ে ওই ব্যবসায়ী সব কটি কয়েন নেওয়ার শর্তে ৩ লাখ টাকা অগ্রিম দিয়ে দেন ওই দুজনকে।

পুলিশ আরও জানায়, এই অবস্থায় সব কয়েন দিয়ে বাকি টাকা নিতে গেলে কয়েকটি কয়েন পরীক্ষা করান কামরুল। পরে স্বর্ণের দোকানি জানান, আগের কয়েনটি আসল হলেও এগুলো নকল। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রতারক দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ওই ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন পুলিশ হেফাজতে থাকা দুই যুবক।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ড চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত