সড়ক দুর্ঘটনার ৮ দিন পর ছাত্রলীগ নেতার মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২২, ১১: ৫১
আপডেট : ১৫ মে ২০২২, ১২: ০৬

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আট দিন পর বাবুল আহম্মেদ (২৪) নামে ছাত্রলীগের এক নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাবুল আহম্মেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংগাইল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. সাদেক হোসেন ভূঁইয়া। 

নিহত বাবুল আহম্মেদ উপজেলার গাংগাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গাংগাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গয়েশপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, গত ৭ মে সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরি নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা বাবুল আহম্মেদের মাথা ও পা গুরুতর জখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত