সহকারী প্রিসাইডিং কর্মকর্তার ২ বছরের কারাদণ্ড

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: 
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭: ৩৭
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৮

জামালপুর-২ (ইসলামপুর) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের লোকের কাছ থেকে উৎকোচ নেওয়ার দায়ে আইয়ুব আলী চৌধুরী নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নির্বাচন উপলক্ষে গঠিত সংক্ষিপ্ত আদালতের বিচার মোহাম্মদ আতাউল্লাহ ওই দণ্ডাদেশ প্রদান করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের বাসিন্দা ও শশারিয়াবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আইয়ুব আলী চৌধুরী কুলকান্দী ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পদে দায়িত্ব পান। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে গত শনিবার গভীর রাতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে ২৫ হাজার টাকা উৎকোচ নেন। এ সময় টাকাসহ হাতেনাতে তাঁকে আটক করে নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের লোকজন। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহনূর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে উদ্ধার করে হেফাজতে নেন। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘দণ্ডিত ওই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন,  ‘সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আইয়ুব আলী চৌধুরীকে দুই বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত