গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা। অভিযোগ বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদের বিরুদ্ধে। বিগত নির্বাচনে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাম দা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী কার্যালয় হামলা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, রিয়াদের লোকজন জানতে পারলে তাঁর ওপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকানপাট ও বাসাবাড়িতেও এ সময় ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ বলেন, ‘শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. রিয়াদুজ্জামান বলেন, ‘এর আগে নৌকার কর্মী-সমর্থকেরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে ও কার্যালয় ভাঙচুর করেছে।’
এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে গতকাল শনিবার রাতে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা। অভিযোগ বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদের বিরুদ্ধে। বিগত নির্বাচনে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাম দা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী কার্যালয় হামলা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, রিয়াদের লোকজন জানতে পারলে তাঁর ওপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকানপাট ও বাসাবাড়িতেও এ সময় ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ বলেন, ‘শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. রিয়াদুজ্জামান বলেন, ‘এর আগে নৌকার কর্মী-সমর্থকেরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে ও কার্যালয় ভাঙচুর করেছে।’
এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে গতকাল শনিবার রাতে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৬ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে