কার্ড থাকলেও টিসিবির পণ্য পাননি ২০০ উপকারভোগী, ইউপি চেয়ারম্যানকে তলব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৬
Thumbnail image

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ড থাকলেও পণ্য পাননি প্রায় ২০০ উপকারভোগী। কারণ জানতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ডিলারদের আজ বৃহস্পতিবার তলব করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

গতকাল বুধবার ৪টার দিকে গৌরীপুর সদর ইউপির কার্যালয়ে গিয়ে জানা গেছে, গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুজন ডিলার গৌরীপুর ইউনিয়নের ১ হাজার ৫২০ জন কার্ডধারীর কাছে টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রির কথা ছিল। কিন্তু প্রায় ২০০ কার্ডধারীর কাছে পণ্য বিক্রি বাকি রেখেই ৪টার আগেই চলে যায় ডিলারের ট্রাক। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে দুই কেজি করে সয়াবিন তেল, মসুরের ডাল ও পাঁচ কেজি চাল। সরকার নির্ধারিত এসব পণ্যের দাম ৪৭০ টাকা। 

টিসিবির সংশ্লিষ্ট ডিলার মেসার্স আলী এন্টারপ্রাইজ ও মেসার্স সোয়াদ এন্টারপ্রাইজ জানায়, ইউপি চেয়ারম্যান অতিরিক্ত কার্ড ও স্লিপ বিতরণ করায় পণ্যের ঘাটতি হয়েছে। এ ছাড়া মাঝেমধ্যে চেয়ারম্যানের লোকজন এসে কার্ড ছাড়াই পণ্য নিয়ে যায়। 

বিভিন্ন উপকারভোগী জানান, সদর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি ও বিতরণে শুরু থেকেই অনিয়ম চলে আসছে। সরকারনির্ধারিত স্থান হাটশিরা মাদ্রাসাসংলগ্ন মোড়, বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজন্দর মোড় বাদ দিয়ে বিধিবহির্ভূতভাবে ইউনিয়ন পরিষদের সামনে বিতরণ ও বিক্রি করা হয় টিসিবির ন্যায্যমূল্যের পণ্য। এতে গ্রামের দূরদূরান্তের গরিব মানুষের টিসিবির পণ্য নিতে আসতে একদিকে যেমন সমস্যা হচ্ছে, তেমনি তাঁদের যাতায়াত খরচও বেশি পড়ছে। 

গৌরীপুর সদর ইউনিয়নের কোণাপাড়া গ্রামের আব্দুল হেকিম, শালীহর গ্রামের মাঈন উদ্দিন, গাভীশিমুল গ্রামের মোছা ডলি আক্তার ও দৌলতপুর গ্রামের শামসুন্নাহার বেগম আজকের পত্রিকাকে জানান, তাঁরা গতকাল দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে টিসিবির পণ্য নিতে ইউপি কার্যালয়ের সামনে ট্রাকের কাছে আসেন। শুরুতে ডিলার বলেন, যাঁদের কার্ড আছে তাঁরা পণ্য পাবেন। কিন্তু কিছুক্ষণ বিক্রয়ের পর ডিলার জানান, পণ্যসামগ্রী শেষ হয়ে গেছে। 

এ বিষয়ে গৌরীপুর ইউপির চেয়ারম্যান মো. হযরত আলী অতিরিক্ত কার্ড ও স্লিপ বিতরণের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘কার্ড দেখে দেখে ডিলারদের পণ্য বিক্রি করার কথা। কেন কম পড়ল এটা ডিলাররা জানেন।’ 

মেসার্স আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলী হায়দার জানান, গৌরীপুর সদর ইউনিয়নে ৭৬০ জন্য কার্ডধারীর কাছে পণ্য বিক্রয়ের অনুমতি পান তিনি। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী তিনি ইউপি কার্যালয়ের সামনে গতকাল ৭৬০ জন কার্ডধারীর কাছে পণ্য বিক্রি করেন। তাঁর পণ্য বিক্রির সময় কোনো ঝামেলাও হয়নি বলে তিনি দাবি করেন। 

মেসার্স সোয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল ইসলাম জানান, তিনি গৌরীপুর ইউনিয়নে ৭৬০টি কার্ডের বিপরীতে টিসিবির পণ্য বিক্রির অনুমতি পান। ঘটনার দিন ৪টার আগেই তাঁর বিক্রি শেষ হয়ে যায়। তাই ট্রাক নিয়ে চলে যান। কার্ডধারীরা কেন পণ্য পাননি এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান অতিরিক্ত কার্ড বিতরণ করেছেন, মাঝেমধ্যে স্লিপও পাঠান। এ জন্যই পণ্যের ঘাটতি হয়েছে।’ 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছি, আজ ইউপি চেয়ারম্যান ও ডিলারদের অফিসে তলব করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত