ময়মনসিংহে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, পুলিশ সদস্য গ্রেপ্তার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ২৩: ৫৭
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০: ৪৯

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইব্রাহীম খলিল (২৪) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগে সাফায়েত গনি (২৮) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের শিকার মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিলকেও উদ্ধার করে পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম। 

গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সাফায়েত গণি মুক্তাগাছা উপজেলার ছাত্রাশিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। গাজীপুর জেলার কালিয়াকৈর সার্কেল অফিসে কর্মরত ছিলেন। ভুক্তভোগী মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিল স্থানীয় কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল বিভাগের ছাত্র। 

পুলিশ বলছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চৌধার গ্রাম থেকে ইব্রাহীম খলিলকে পুলিশের পোশাক পরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলামকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাফায়েত গনি সাগর। পরে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাফায়েত গনি ও রুমানসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। 

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশের সহায়তায় সাফায়েতকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগী ইব্রাহীম খলিলকে উদ্ধার করে ফুলবাড়িয়া থানায় আনা হয়েছে।’ 

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ডের আবেদন করে ময়মনসিংহ ২ নম্বর আমলি আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত