Ajker Patrika

নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না সানজিদার

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 
নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না সানজিদার

নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না খুদে শিক্ষার্থী সানজিদার। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা স্কুল প্রাঙ্গণেই ট্রলি চাপায় নিহত হয়। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সানজিদা ওই স্কুলের নৈশ প্রহরী কাদেরের মেয়ে। এ ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে আসে। ট্রলি চালককে আটক করা হয়েছে। 

স্কুল কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নতুন বই নিতে স্কুলে আসে শিশুটি। বই দেওয়ার আগে স্কুল মাঠে সহপাঠীদের সঙ্গে খেলায় মেতেছিল। এ সময় ইঞ্জিন চালিত একটি ট্রলি ব্রেক ফেল করে স্কুল মাঠে ঢুকে পড়ে। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। 

স্কুলের প্রধান শিক্ষক সেলিমা খাতুন বলেন, তাদের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণেই খেলা করছিল। হঠাৎ একটি ট্রলি তার স্কুলের মাঠে ঢুকে পরে। এতে ট্রলির চাপায় তার স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা নিহত হয়। 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ট্রলির চাপায় শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত