মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না খুদে শিক্ষার্থী সানজিদার। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা স্কুল প্রাঙ্গণেই ট্রলি চাপায় নিহত হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সানজিদা ওই স্কুলের নৈশ প্রহরী কাদেরের মেয়ে। এ ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে আসে। ট্রলি চালককে আটক করা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নতুন বই নিতে স্কুলে আসে শিশুটি। বই দেওয়ার আগে স্কুল মাঠে সহপাঠীদের সঙ্গে খেলায় মেতেছিল। এ সময় ইঞ্জিন চালিত একটি ট্রলি ব্রেক ফেল করে স্কুল মাঠে ঢুকে পড়ে। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
স্কুলের প্রধান শিক্ষক সেলিমা খাতুন বলেন, তাদের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণেই খেলা করছিল। হঠাৎ একটি ট্রলি তার স্কুলের মাঠে ঢুকে পরে। এতে ট্রলির চাপায় তার স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা নিহত হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ট্রলির চাপায় শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না খুদে শিক্ষার্থী সানজিদার। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা স্কুল প্রাঙ্গণেই ট্রলি চাপায় নিহত হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সানজিদা ওই স্কুলের নৈশ প্রহরী কাদেরের মেয়ে। এ ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে আসে। ট্রলি চালককে আটক করা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নতুন বই নিতে স্কুলে আসে শিশুটি। বই দেওয়ার আগে স্কুল মাঠে সহপাঠীদের সঙ্গে খেলায় মেতেছিল। এ সময় ইঞ্জিন চালিত একটি ট্রলি ব্রেক ফেল করে স্কুল মাঠে ঢুকে পড়ে। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
স্কুলের প্রধান শিক্ষক সেলিমা খাতুন বলেন, তাদের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণেই খেলা করছিল। হঠাৎ একটি ট্রলি তার স্কুলের মাঠে ঢুকে পরে। এতে ট্রলির চাপায় তার স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদা নিহত হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ট্রলির চাপায় শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৭ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৯ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২৯ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩৯ মিনিট আগে