বিয়ের তিন মাস পর স্বামী-স্ত্রীর মৃত্যু, রহস্য দেখছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৭: ৩২
Thumbnail image

হাতের মেহেদি না শুকাতেই বিয়ের তিন মাস পর ময়মনসিংহের সদর উপজেলায় বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নবদম্পতির মৃত্যু ঘিরে রহস্য দেখছে পুলিশ। স্থানীয় লোকজন বলছেন তাঁদের দাম্পত্যজীবন সুখের ছিল। 

ময়মনসিংহের সদর উপজেলার ভাটি দাপুনিয়ায় নবদম্পতি রনি মিয়া (২২) এবং সেতু আক্তার (১৯)। 

জানা যায়, তিন মাস আগে ময়মনসিংহ নগরীর বলাশপুর কসাইপাড়ার তারা মিয়ার মেয়ের সঙ্গে ভাটি দাপুনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে রনি মিয়ার বিয়ে হয়। রনি মিয়া রাজমিস্ত্রি ছিলেন। গতকাল রোববার মধ্যরাতে নিজ বাড়িতে বিষ পান করেন তাঁরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সেতু আক্তারের বাবা তারা মিয়া বলেন, ‘গত রাত ১২টার দিকে মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেছি তখন তারা ভালোই ছিল। কথা বলার আধঘণ্টা পর শুনি মেয়ে অসুস্থ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারি মেয়ে আর জামাই বিষ খেয়েছে। চিকিৎসকেরা চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেননি।’ 

তারা মিয়া আরও বলেন, মেয়ের দাম্পত্যজীবন খুব সুখের ছিল। তবে কী কারণে কী ঘটছে তা বলতে পারছি না। 

মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়দাপুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজুল ইসলাম বলেন, ‘আমাদের জানামতে তাঁদের স্বামী-স্ত্রী মধ্যে খুব মধুর সম্পর্ক ছিল। মেয়েটার হাতের মেহেদি এখনো শুকায়নি। ঘটনাটি শুনে খারাপ লেগেছে। পরে সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে দেখি দুজনই মারা গেছে। আমরা চাই পুলিশ বিষয়টি ভালোভাবে তদন্ত করুক।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত