ভালুকায় নিখোঁজের পরদিন গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১৭: ৪৭
আপডেট : ০৭ মে ২০২৪, ১৮: ১৪

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের এক দিন পর হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ মে) সকালে বাড়ির পাশে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী সোহেল (৪০) পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাচিনা ইউনিয়নের গুজার ভিটার বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহার উদ্দিনের ছেলে সোহেলের স্ত্রী হাজেরা খাতুনকে গতকাল সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার (৭ মে) সকালে বাড়ির পাশে ধানখেতে হাজেরা খাতুনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে।

কাচিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, নিহতের স্বামীর নাম সোহেল। হাজেরা খাতুন দুই সন্তানের জননী। সে একই ইউনিয়নের পালগাঁও গ্রামের হাছেন আলীর মেয়ে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। প্রায়ই সোহেল স্ত্রীকে মারধর করত। এ ঘটনার পর থেকেই স্বামী সোহেল পলাতক রয়েছে।

ওসি শাহ কামাল আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজেরা তাঁর স্বামীর হাতে খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত