Ajker Patrika

৬ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার, চলছে আশ্রয়ণের ঘর নির্মাণ 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫: ২২
৬ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার, চলছে আশ্রয়ণের ঘর নির্মাণ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে দখলে থাকা ৬ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার করা হয়েছে। গত তিন মাস অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. হাফিজা জেসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এসব খাসজমি উদ্ধার করেন। উদ্ধার হওয়া এসব খাসজমিতে ভূমিহীন ও গৃহহীনদের বসবাসের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত তিন মাসে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের মৌজা থেকে মোট ৩ দশমিক ৪৫ একর খাসজমি উদ্ধার করা হয়। এর মধ্যে পৌর এলাকার দত্তপাড়া মৌজা থেকে শূন্য দশমিক  ২২ একর, শিমরাইল থেকে  শূন্য দশমিক  ৬২ একর এবং পাইভাকুরী থেকে  শূন্য দশমিক ৭৯ একর খাসজমি স্থানীয় প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও মৌজা থেকে শূন্য দশমিক ২৬ একর, আঠারবাড়ী ইউনিয়নের মধুপুর মৌজা থেকে  শূন্য দশমিক ২০ একর, মগটুলা ইউনিয়নের নওপাড়া মৌজায় শূন্য দশমিক ২০ একর ও ছাতিয়ানতলা বৈরাটি মৌজায় শূন্য দশমিক ২৭ একর খাসজমি উদ্ধার করা হয়।

অন্যদিকে রাজিবপুর ইউনিয়নের চর নওপাড়া মৌজায় শূন্য দশমিক ৬৩ একর, তারুন্দিয়া ইউনিয়নে সরতাজ বয়রা মৌজায় শূন্য দশমিক ১১ একর ও বড়হিত ইউনিয়নের পাড়া নারায়ণপুর মৌজা থেকে শূন্য দশমিক ১৫ একর খাসজমি উদ্ধার করা হয়। স্থানীয় মৌজা দর অনুযায়ী উদ্ধার হওয়া এসব জমির মোট আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

এ বিষয়ে মাহবুবুর রহমান জানান, ওই জমিগুলো অবৈধভাবে ব্যক্তি দখলে ছিল। নায়েব ও সার্ভেয়ারদের মাধ্যমে প্রথমে খাসজমিগুলো চিহ্নিত করা হয়। পরে উপজেলা প্রশাসন, থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় ওই সব জমি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত