মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ (২১)। গতকাল রোববার রাতে দিনাজপুর জেলা শহরের একটি মেস থেকে তাঁকে উদ্ধার করেছে ময়মনসিংহ থানা-পুলিশ।
আজ সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।
নিখোঁজ শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম শিব্বির আত্মহত্যা করার মতো ছেলে না। যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে তাঁকে অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছি। তাঁর বাবার কাছে কিছুদিন আগে মোবাইল ফোনে দিয়ে টাকা কিছু টাকা চেয়েছিল। মূলত সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিল। তা ছাড়া অন্য কিছু না।’
শাহ কামাল আকন্দ বলেন, ‘ছেলেটি মূলত বাবা-মার সাথে অভিমান করে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর থেকেই আমরা তাঁকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করি। পরবর্তীতে শিব্বিরে মোবাইল ফোনের সূত্র ধরেই দিনাজপুরে তাঁর সন্ধান মেলে।’
এর আগে, শিব্বির আহমেদ ফেসবুকে সর্বশেষ গত শুক্রবার সকাল ৮টার দিকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন। তা ছাড়াও তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুর আসছে বলে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন। এ ঘটনায় ওই দিন শুক্রবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁকে খুঁজতে থাকে।
স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ (২১)। গতকাল রোববার রাতে দিনাজপুর জেলা শহরের একটি মেস থেকে তাঁকে উদ্ধার করেছে ময়মনসিংহ থানা-পুলিশ।
আজ সোমবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।
নিখোঁজ শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম শিব্বির আত্মহত্যা করার মতো ছেলে না। যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে তাঁকে অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছি। তাঁর বাবার কাছে কিছুদিন আগে মোবাইল ফোনে দিয়ে টাকা কিছু টাকা চেয়েছিল। মূলত সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিল। তা ছাড়া অন্য কিছু না।’
শাহ কামাল আকন্দ বলেন, ‘ছেলেটি মূলত বাবা-মার সাথে অভিমান করে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর থেকেই আমরা তাঁকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করি। পরবর্তীতে শিব্বিরে মোবাইল ফোনের সূত্র ধরেই দিনাজপুরে তাঁর সন্ধান মেলে।’
এর আগে, শিব্বির আহমেদ ফেসবুকে সর্বশেষ গত শুক্রবার সকাল ৮টার দিকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন। তা ছাড়াও তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুর আসছে বলে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন। এ ঘটনায় ওই দিন শুক্রবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁকে খুঁজতে থাকে।
স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
৪২ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে