Ajker Patrika

কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে সংবর্ধনা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে সংবর্ধনা

নেত্রকোনার কেন্দুয়ায় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক সেনাদের আক্রমণের সংবাদ বেতারবার্তার মাধ্যমে ছড়িয়ে দেওয়া ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের তৎকালীন ওয়ারলেস অপারেটর ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার কেন্দুয়া প্রেসক্লাবে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডের বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, ইউপি চেয়ারম্যান এনামুল কবীর খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন প্রমুখ।

সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফউদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রথম প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়ার বীরোচিত ভূমিকা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহজাহান মিয়া। পরে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, সংবর্ধিত সাবেক পুলিশ কর্মকর্তা মো, শাহজাহান মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাট্টা গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত