ময়মনসিংহে হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় ২০০৬ সালে জমি নিয়ে বিরোধে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ কারাদণ্ড প্রধান করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন। হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছে।

অপর ৫ আসামির মধ্যে মো. নাছিম, এখলাস উদ্দিন, মঞ্জুরুল ও বাবুলকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন। করিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস নয়জন অভিযুক্তের মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এ আদেশ দেন।

আদালত পরিদর্শক (ওসি) পিএসএম মোম্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ১৪ নভেম্বর জেলার তারাকান্দার মাসকান্দা গ্রামের মৃত হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করলে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরদিন মৃত হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় অভিযুক্ত নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ১২ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শেষে আদালত এ আদেশ দেন।

সরকারি কৌশলী আকরাম হোসেন ও অভিযুক্তদের মো. দেলোয়ার হোসেন এবং মাজেদুর রহমান রনি মামলাটি পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত