Ajker Patrika

আগুনে পুড়ল আইসক্রিম কারখানা-গুদাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আগুনে আইসক্রিমের কারখানা পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা
আগুনে আইসক্রিমের কারখানা পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

এতে কারখানাটির বিভিন্ন সরঞ্জাম এবং পাশে থাকা একটি মুদিদোকানের গুদাম পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার মালিক তাপস চন্দ্র শাহ বলেন, ‘ভোরে খবর পাই ফ্যাক্টরিতে আগুন লেগেছে। এসে দেখি, ফ্যাক্টরিতে থাকা ১২টি ডিপ ফ্রিজসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।’

স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৬টার দিকে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও আইসক্রিম ফ্যাক্টরি ও মুদিদোকানের গোডাউনে থাকা মালামাল পুড়ে যায়।

কারাখানার বিভিন্ন সরজ্ঞাম আগুনে পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা
কারাখানার বিভিন্ন সরজ্ঞাম আগুনে পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার শাহীন মিয়া বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত