জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে জামাই মেলা। মেলাকে কেন্দ্র করে পুরো জেলা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থান থেকে স্ত্রী-সন্তান নিয়ে জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন। তাঁরা কয়েক দিন শ্বশুরবাড়ি থাকবেন। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুরে ১৭ ডিসেম্বর শুরু হওয়া মেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিবছর ১৭ ডিসেম্বর থেকে সাত দিনব্যাপী জামাই মেলার আয়োজন করা হয় উপজেলার পলাশপুরে। মেলা ঘিরে আয়োজকেরা দেশের বিভিন্ন অঞ্চলের জামাইদের শ্বশুরবাড়ি আমন্ত্রণ জানান। জামাইরা দাওয়াত পেয়ে স্ত্রী-সন্তানসহ মেলার এক দিন আগে শ্বশুরবাড়ি চলে আসেন। শ্বশুর-শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে মেলা থেকে বড় বড় মাছ, পান-সুপারি, মিষ্টি কিনে নিয়ে যান।
মেলায় প্রায় ৪০০ দোকান বসেছে, যেখানে কসমেটিকস, প্রসাধনী, খাবার, খেলনা, মিঠাই, মাছসহ নানা ধরনের পণ্য বিক্রি হচ্ছে। চটপটি, ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে নানা মুখরোচক খাবারের দোকানও রয়েছে। শিশুদের জন্য নাগরদোলা, চরকি, দোলনা এবং অন্যান্য বিনোদনের আয়োজন করা হয়েছে। মেলায় মাছের বাজারে সাজানো হয়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, গ্রাস কার্পসহ নানা ধরনের মাছ।
মেলার ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছর মেলায় এসে তাঁরা ভালো লাভ করেছেন। এ বছরও বেচাকেনা ভালো হচ্ছে। তাঁরা আশা করছেন, এবারও মেলা সফল হবে। জিলাপি ব্যবসায়ী মোতালেব বলেন, তিনি প্রতিদিন ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রি করছেন। তাঁর দোকানে ঝুড়ি, সাজ, গজা, গুলগুলিসহ নানা ধরনের মিষ্টান্ন বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জিলাপি।
মেলায় আসা দর্শনার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘আমি সাভার থেকে এসেছি। মেলার কারণে বাড়িতে এসেছি। প্রতিটি বাড়িতে জামাই উৎসব চলছে। এটা মিস করতে চাই না। প্রতি বছর মেলায় আসতে এই অঞ্চলের জামাইরা দেশের বিভিন্ন স্থান থেকে শ্বশুরবাড়ি আসে। মেলার কারণে পুরো এলাকায় আনন্দ ও উৎসবের পরিবেশ বিরাজ করছে।’
তবে কিছু অবিবাহিত তরুণ মেলায় এসে হতাশাও প্রকাশ করেছেন। বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকার আরিফ হোসাইন বলেন, ‘মেলা দেখতে এসেছি। কিন্তু জামাইদের মাছ কিনে শ্বশুরবাড়ি যাওয়ার দৃশ্য দেখে খারাপ লাগছে। কারণ আমি বিয়ে করিনি।’
জামালপুর শহর থেকে মেলায় আসা তানভীর আহম্মেদ বলেন, ‘এ মেলা উপলক্ষে জামাইকে সেলামি দেওয়া হয়। ওই টাকা দিয়ে জামাই মেলা থেকে কেনাকাটা করে শ্বশুরবাড়ি নিয়ে যায়। এটা শুনেই মেলা দেখতে এসেছি। আসলে জামাইরা মেলা থেকে কী কেনেন এবং মেলায় কী পাওয়া যায় এসব দেখতেই এসেছি।’
মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোখলেছুর রহমান বলেন, ‘মেলার মূল উদ্দেশ্য হলো সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা। মেলায় ৩২০টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে এবং ২০০ জন কর্মী মেলার নিরাপত্তা নিশ্চিত করছেন। প্রশাসনও সার্বিক সহযোগিতা দিচ্ছে। লাখো মানুষের সমাগম হলেও কোনো ধরনের সমস্যা হয়নি। ভবিষ্যতে এমন সহযোগিতা পেলে মেলার আয়োজন আরও সুন্দর হবে।’
জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে জামাই মেলা। মেলাকে কেন্দ্র করে পুরো জেলা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থান থেকে স্ত্রী-সন্তান নিয়ে জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন। তাঁরা কয়েক দিন শ্বশুরবাড়ি থাকবেন। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুরে ১৭ ডিসেম্বর শুরু হওয়া মেলা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিবছর ১৭ ডিসেম্বর থেকে সাত দিনব্যাপী জামাই মেলার আয়োজন করা হয় উপজেলার পলাশপুরে। মেলা ঘিরে আয়োজকেরা দেশের বিভিন্ন অঞ্চলের জামাইদের শ্বশুরবাড়ি আমন্ত্রণ জানান। জামাইরা দাওয়াত পেয়ে স্ত্রী-সন্তানসহ মেলার এক দিন আগে শ্বশুরবাড়ি চলে আসেন। শ্বশুর-শাশুড়ির কাছ থেকে টাকা নিয়ে মেলা থেকে বড় বড় মাছ, পান-সুপারি, মিষ্টি কিনে নিয়ে যান।
মেলায় প্রায় ৪০০ দোকান বসেছে, যেখানে কসমেটিকস, প্রসাধনী, খাবার, খেলনা, মিঠাই, মাছসহ নানা ধরনের পণ্য বিক্রি হচ্ছে। চটপটি, ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে নানা মুখরোচক খাবারের দোকানও রয়েছে। শিশুদের জন্য নাগরদোলা, চরকি, দোলনা এবং অন্যান্য বিনোদনের আয়োজন করা হয়েছে। মেলায় মাছের বাজারে সাজানো হয়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, গ্রাস কার্পসহ নানা ধরনের মাছ।
মেলার ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছর মেলায় এসে তাঁরা ভালো লাভ করেছেন। এ বছরও বেচাকেনা ভালো হচ্ছে। তাঁরা আশা করছেন, এবারও মেলা সফল হবে। জিলাপি ব্যবসায়ী মোতালেব বলেন, তিনি প্রতিদিন ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রি করছেন। তাঁর দোকানে ঝুড়ি, সাজ, গজা, গুলগুলিসহ নানা ধরনের মিষ্টান্ন বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জিলাপি।
মেলায় আসা দর্শনার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘আমি সাভার থেকে এসেছি। মেলার কারণে বাড়িতে এসেছি। প্রতিটি বাড়িতে জামাই উৎসব চলছে। এটা মিস করতে চাই না। প্রতি বছর মেলায় আসতে এই অঞ্চলের জামাইরা দেশের বিভিন্ন স্থান থেকে শ্বশুরবাড়ি আসে। মেলার কারণে পুরো এলাকায় আনন্দ ও উৎসবের পরিবেশ বিরাজ করছে।’
তবে কিছু অবিবাহিত তরুণ মেলায় এসে হতাশাও প্রকাশ করেছেন। বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকার আরিফ হোসাইন বলেন, ‘মেলা দেখতে এসেছি। কিন্তু জামাইদের মাছ কিনে শ্বশুরবাড়ি যাওয়ার দৃশ্য দেখে খারাপ লাগছে। কারণ আমি বিয়ে করিনি।’
জামালপুর শহর থেকে মেলায় আসা তানভীর আহম্মেদ বলেন, ‘এ মেলা উপলক্ষে জামাইকে সেলামি দেওয়া হয়। ওই টাকা দিয়ে জামাই মেলা থেকে কেনাকাটা করে শ্বশুরবাড়ি নিয়ে যায়। এটা শুনেই মেলা দেখতে এসেছি। আসলে জামাইরা মেলা থেকে কী কেনেন এবং মেলায় কী পাওয়া যায় এসব দেখতেই এসেছি।’
মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোখলেছুর রহমান বলেন, ‘মেলার মূল উদ্দেশ্য হলো সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা। মেলায় ৩২০টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে এবং ২০০ জন কর্মী মেলার নিরাপত্তা নিশ্চিত করছেন। প্রশাসনও সার্বিক সহযোগিতা দিচ্ছে। লাখো মানুষের সমাগম হলেও কোনো ধরনের সমস্যা হয়নি। ভবিষ্যতে এমন সহযোগিতা পেলে মেলার আয়োজন আরও সুন্দর হবে।’
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাপুর পাগলার মাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
৫ মিনিট আগেসাংবাদিক দম্পতি হত্যা মামলায় সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
১৮ মিনিট আগেরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে তারা
২০ মিনিট আগে