ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে ১৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার কেন্দ্রীয়ভাবে ময়মনসিংহ-৫ ও ময়মনসিংহ-৮ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে জাকের পার্টির সাত, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছয়, তরিকত ফেডারেশনের এক ও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে নির্বাচনে ১১টি আসনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম।
তাঁরা হলেন—ময়মনসিংহ-২ (ফুলপুর) জাসদ প্রার্থী এস এম শিব্বির আহমেদ লিটন, জাকের পার্টির সঞ্জিত সাহা। ময়মনসিংহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, ডা. মতিউর রহমান ও তরিকত ফেডারেশনের বিশ্বজিৎ ভাদুড়ী। ময়মনসিংহ-৪ (সদর) জাসদ প্রার্থী নজরুল ইসলাম চুন্নু ও জাকের পার্টির কামাল উদ্দিন। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবদুল হাই আকন্দ ও জাসদ প্রার্থী মো. শামছুল আলম খান।
এদিকে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) জাসদ প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও জাকের পার্টির এসএম দেলোয়ার হোসেন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) জাসদ প্রার্থী রতন কুমার সরকার, জাকের পার্টির মো. জুয়েল রানা ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আবদুছ ছাত্তার, ময়মনসিংহ-৯ (নান্দাইল) জাকের পার্টির মো. শফিকুল আলম, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) জাকের পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন খান ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাসদ প্রার্থী মো. সাদিক হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করলে আরও পাঁচজনের মনোনয়ন পত্র বৈধ হয়। বৈধ প্রার্থী নান্দাইলের দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) আবদুস সালামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আপিলে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ফলে ৮৬ জন প্রার্থী শেষ পর্যন্ত ছিল। এর মধ্যে ১৯ জন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে ১১টি আসনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন প্রত্যাহার করা ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্রপ্রার্থী হয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে তা প্রত্যাহার করেছি। এখন নৌকা মনোনীত প্রার্থীকে সমর্থন দেব না স্বতন্ত্রপ্রার্থীকে সমর্থন দেব তা সময়েই বলে দেবে।
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে ১৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার কেন্দ্রীয়ভাবে ময়মনসিংহ-৫ ও ময়মনসিংহ-৮ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া রিটার্নিং অফিসারের কার্যালয়ে জাকের পার্টির সাত, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছয়, তরিকত ফেডারেশনের এক ও তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে নির্বাচনে ১১টি আসনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম।
তাঁরা হলেন—ময়মনসিংহ-২ (ফুলপুর) জাসদ প্রার্থী এস এম শিব্বির আহমেদ লিটন, জাকের পার্টির সঞ্জিত সাহা। ময়মনসিংহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, ডা. মতিউর রহমান ও তরিকত ফেডারেশনের বিশ্বজিৎ ভাদুড়ী। ময়মনসিংহ-৪ (সদর) জাসদ প্রার্থী নজরুল ইসলাম চুন্নু ও জাকের পার্টির কামাল উদ্দিন। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবদুল হাই আকন্দ ও জাসদ প্রার্থী মো. শামছুল আলম খান।
এদিকে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) জাসদ প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও জাকের পার্টির এসএম দেলোয়ার হোসেন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) জাসদ প্রার্থী রতন কুমার সরকার, জাকের পার্টির মো. জুয়েল রানা ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আবদুছ ছাত্তার, ময়মনসিংহ-৯ (নান্দাইল) জাকের পার্টির মো. শফিকুল আলম, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) জাকের পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন খান ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাসদ প্রার্থী মো. সাদিক হোসেন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করলে আরও পাঁচজনের মনোনয়ন পত্র বৈধ হয়। বৈধ প্রার্থী নান্দাইলের দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) আবদুস সালামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আপিলে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ফলে ৮৬ জন প্রার্থী শেষ পর্যন্ত ছিল। এর মধ্যে ১৯ জন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে ১১টি আসনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন প্রত্যাহার করা ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্রপ্রার্থী হয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে তা প্রত্যাহার করেছি। এখন নৌকা মনোনীত প্রার্থীকে সমর্থন দেব না স্বতন্ত্রপ্রার্থীকে সমর্থন দেব তা সময়েই বলে দেবে।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
৪ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
২৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
২৭ মিনিট আগে