মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সে ২০২১ সালে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হাছান।
সম্প্রতি বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা।
ড. মাহমুদুল হাছান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর গবেষণার আগ্রহ বিষয় হচ্ছে জীব-বৈচিত্র্য এবং মাছের পদ্ধতিগত বিবর্তন। র্যাঙ্কিংয়ে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জনের নাম আসে। এর মধ্যে এশিয়ার ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন এবং বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।
র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে ড. মাহমুদুল হাছানের অবস্থান ১ হাজার ৪৩১ তম। আর এশিয়ায় এক লাখ ২০ হাজার ২৮৯ এবং বিশ্বে ৫ লাখ ১১ হাজার ৩২৬ তম অবস্থানে রয়েছেন তিনি। ড. মাহমুদুল হাছান বলেন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বেশ গৌরবের। এতে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নামটাও উজ্জ্বল হয়ে উঠেছে।
এ দিকে সম্মানজনক এই তালিকায় জায়গা করে নেওয়ায় ড. মাহমুদুল হাছানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুভেচ্ছা জানিয়েছেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মান্নান।
বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সে ২০২১ সালে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হাছান।
সম্প্রতি বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা।
ড. মাহমুদুল হাছান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর গবেষণার আগ্রহ বিষয় হচ্ছে জীব-বৈচিত্র্য এবং মাছের পদ্ধতিগত বিবর্তন। র্যাঙ্কিংয়ে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জনের নাম আসে। এর মধ্যে এশিয়ার ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন এবং বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।
র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে ড. মাহমুদুল হাছানের অবস্থান ১ হাজার ৪৩১ তম। আর এশিয়ায় এক লাখ ২০ হাজার ২৮৯ এবং বিশ্বে ৫ লাখ ১১ হাজার ৩২৬ তম অবস্থানে রয়েছেন তিনি। ড. মাহমুদুল হাছান বলেন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বেশ গৌরবের। এতে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নামটাও উজ্জ্বল হয়ে উঠেছে।
এ দিকে সম্মানজনক এই তালিকায় জায়গা করে নেওয়ায় ড. মাহমুদুল হাছানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুভেচ্ছা জানিয়েছেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মান্নান।
গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
২ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে...
৭ মিনিট আগেরাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
৩২ মিনিট আগেফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
৪২ মিনিট আগে