ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশ। মহাসড়ক দখল করেই চলছে বালুর ব্যবসা। বালু ওঠানো-নামানোর জন্য মহাসড়কের এখানে-সেখানে দাঁড়িয়ে থাকছে ট্রাক। অবাধে চলছে অবৈধ থ্রি-হুইলার ও তিন চাকার যান।
রাস্তার যখন এই অবস্থা, তখন গাড়ি চলছে বেপরোয়া গতিতে। আছে ওভারটেকিংয়ের প্রতিযোগিতা। দুম করে পাশের ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠে পড়ছে গাড়ি।
সব মিলিয়ে ফলাফল মাঝেমধ্যেই দুর্ঘটনা। এক বছরে এমন শতাধিক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় অর্ধশত মানুষের। আহত হয়েছে আরও অনেকে। কিন্তু এটা থামাতে কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না ভুক্তভোগীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মহাসড়কে চলাচলকারী মানুষ।
স্থানীয় বাসিন্দা খলিল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কে আমাদের স্বজনেরা মরছে আর প্রশাসন প্রতিবারই দুর্ঘটনার কারণ জানিয়েই তাদের দায় সারছে। কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের পক্ষ থেকে তেমন কোনো জোরালো পদক্ষেপ দেখি না। এটা খুবই দুঃখজনক।’
১৬ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারান জাহাঙ্গীর আলম, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তার ও তাদের শিশুসন্তান সানজিদা। এ সময় অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে সড়কে ভূমিষ্ঠ হয় এক নবজাতক। এ হৃদয়স্পর্শী ঘটনা সবাইকে নাড়া দেয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এতে সবার একটাই চাওয়া– সড়কে বন্ধ হোক মৃত্যুর মিছিল।
ত্রিশাল ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, গত বছরের জুন থেকে চলতি মাস পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে ১২৯টি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২৬ জনের। আহতের সংখ্যা ৩১৭। এর মধ্যে পুরুষ ২২২, নারী ৮১ ও শিশুর সংখ্যা ১২। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হয়ে যারা মারা যায়, সে হিসাব ফায়ার সার্ভিসের কাছে থাকে না। সেটা হিসাব করলে এ সংখ্যাটা দাঁড়াবে প্রায় অর্ধশত।
স্থানীয় বাসিন্দা ইয়াছিন আরাফাত তায়িব বলেন, ত্রিশালের এ অংশে মহাসড়ক দখল করেই চলছে বালু বিক্রির ব্যবসা। বালু ওঠানো-নামানো করতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে থাকছে ট্রাক। মহাসড়কে অবাধে চলছে অবৈধ থ্রি-হুইলার ও তিন চাকার যান। এ ধরনের অসংখ্য কারণ রয়েছে সড়ক দুর্ঘটনার। প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকলে দুর্ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব নয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিনের মতে, বিশৃঙ্খল মহাসড়কে যানবাহনের অদক্ষ চালক, বেপরোয়া গতি, ওভারলোড, ওভারটেকিং-প্রবণতা, গাড়ির চাকার মান ঠিক না থাকা, পাশের ছোট রাস্তার গাড়ি হুট করে মহাসড়কে উঠে পড়া—এসবই মূলত দুর্ঘটনার কারণ। তিনি বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ। কিন্তু সেটা মানছে না কেউ। অন্তত এটা না করতে পারলে দুর্ঘটনা কখনোই বন্ধ হবে না।’
নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মান্না বলেন, ‘ত্রিশালে মহাসড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। যানবাহনগুলোর মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা ও যত্রতত্র গাড়ি দাঁড় করানোর কারণেও দুর্ঘটনা বাড়ছে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন দাবি করেছেন, দুর্ঘটনা রোধে বেশ কয়েকবার বাস-ট্রাকের চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক সভা করেছেন তিনি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশ। মহাসড়ক দখল করেই চলছে বালুর ব্যবসা। বালু ওঠানো-নামানোর জন্য মহাসড়কের এখানে-সেখানে দাঁড়িয়ে থাকছে ট্রাক। অবাধে চলছে অবৈধ থ্রি-হুইলার ও তিন চাকার যান।
রাস্তার যখন এই অবস্থা, তখন গাড়ি চলছে বেপরোয়া গতিতে। আছে ওভারটেকিংয়ের প্রতিযোগিতা। দুম করে পাশের ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠে পড়ছে গাড়ি।
সব মিলিয়ে ফলাফল মাঝেমধ্যেই দুর্ঘটনা। এক বছরে এমন শতাধিক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় অর্ধশত মানুষের। আহত হয়েছে আরও অনেকে। কিন্তু এটা থামাতে কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না ভুক্তভোগীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মহাসড়কে চলাচলকারী মানুষ।
স্থানীয় বাসিন্দা খলিল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কে আমাদের স্বজনেরা মরছে আর প্রশাসন প্রতিবারই দুর্ঘটনার কারণ জানিয়েই তাদের দায় সারছে। কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের পক্ষ থেকে তেমন কোনো জোরালো পদক্ষেপ দেখি না। এটা খুবই দুঃখজনক।’
১৬ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারান জাহাঙ্গীর আলম, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তার ও তাদের শিশুসন্তান সানজিদা। এ সময় অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে সড়কে ভূমিষ্ঠ হয় এক নবজাতক। এ হৃদয়স্পর্শী ঘটনা সবাইকে নাড়া দেয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এতে সবার একটাই চাওয়া– সড়কে বন্ধ হোক মৃত্যুর মিছিল।
ত্রিশাল ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, গত বছরের জুন থেকে চলতি মাস পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে ১২৯টি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২৬ জনের। আহতের সংখ্যা ৩১৭। এর মধ্যে পুরুষ ২২২, নারী ৮১ ও শিশুর সংখ্যা ১২। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হয়ে যারা মারা যায়, সে হিসাব ফায়ার সার্ভিসের কাছে থাকে না। সেটা হিসাব করলে এ সংখ্যাটা দাঁড়াবে প্রায় অর্ধশত।
স্থানীয় বাসিন্দা ইয়াছিন আরাফাত তায়িব বলেন, ত্রিশালের এ অংশে মহাসড়ক দখল করেই চলছে বালু বিক্রির ব্যবসা। বালু ওঠানো-নামানো করতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে থাকছে ট্রাক। মহাসড়কে অবাধে চলছে অবৈধ থ্রি-হুইলার ও তিন চাকার যান। এ ধরনের অসংখ্য কারণ রয়েছে সড়ক দুর্ঘটনার। প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকলে দুর্ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব নয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিনের মতে, বিশৃঙ্খল মহাসড়কে যানবাহনের অদক্ষ চালক, বেপরোয়া গতি, ওভারলোড, ওভারটেকিং-প্রবণতা, গাড়ির চাকার মান ঠিক না থাকা, পাশের ছোট রাস্তার গাড়ি হুট করে মহাসড়কে উঠে পড়া—এসবই মূলত দুর্ঘটনার কারণ। তিনি বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ। কিন্তু সেটা মানছে না কেউ। অন্তত এটা না করতে পারলে দুর্ঘটনা কখনোই বন্ধ হবে না।’
নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মান্না বলেন, ‘ত্রিশালে মহাসড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। যানবাহনগুলোর মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা ও যত্রতত্র গাড়ি দাঁড় করানোর কারণেও দুর্ঘটনা বাড়ছে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন দাবি করেছেন, দুর্ঘটনা রোধে বেশ কয়েকবার বাস-ট্রাকের চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক সভা করেছেন তিনি।
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে