ত্রিশালে ব্রিজ ভেঙে ট্রান্সফরমারবাহী লরি নদীতে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২১: ০০
Thumbnail image

ময়মনসিংহের ত্রিশালে একটি বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমারবাহী লরি। আজ বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার চেলারঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেনের মধ্যে দুইলেনে চলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তায় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন তিনজন। ত্রিশাল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকারও নদীতে পড়ে যায়।

 ময়মনসিংহের ত্রিশালে বেইলি ব্রিজ ভেঙে নদীতেত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘যারা আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর কেউ নেই। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। পুরোনো এই ব্রিজটি ভারী ট্রান্সফরমারের লোড নিতে না পেরে ভাঙতে পারে।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যানজট নিরসনে কাজ করছি।’

 ময়মনসিংহের ত্রিশালে বেইলি ব্রিজ ভেঙে নদীতেত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রান্সফরমার বহনকারী একটি লরি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। তবে লরির যে ড্রাইভার তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিনজন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে দুটি রাস্তার একটি রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আরেকটি রাস্তা সচল আছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত