ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেল আবু সাইদ নামে এক শিক্ষার্থীর। গতকাল বুধবার উপজেলার দেওখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরও এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শিক্ষার্থী দেওখোলা ইউনিয়নের শুবরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। সে হরে কৃষ্ণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো সুমন, কাউসার, রাব্বিল ও মোস্তাফিজুর। এরা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলা দেওখোলা বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কোচিং সেন্টারের বাইরে গল্প করছিল হরে কৃষ্ণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ ও শ্রাবণ। এ সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন ছাত্রী। তাদের উত্ত্যক্ত ঘটনায় মণ্ডল বাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্র সুমনসহ কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
পরদিন বুধবার এ ঘটনায় আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আবু সাইদ (১৭) ও শ্রাবণকে (১৭) মারধর ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আবু সাইদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসারত অবস্থা রাতে মারা যায় সে।
এ ঘটনায় নিহত আবু সাইদের বাবা আবু তাহের রাতেই ফুলবাড়িয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ঘটনায় জড়িত সুমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেল আবু সাইদ নামে এক শিক্ষার্থীর। গতকাল বুধবার উপজেলার দেওখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরও এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শিক্ষার্থী দেওখোলা ইউনিয়নের শুবরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। সে হরে কৃষ্ণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো সুমন, কাউসার, রাব্বিল ও মোস্তাফিজুর। এরা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলা দেওখোলা বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কোচিং সেন্টারের বাইরে গল্প করছিল হরে কৃষ্ণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ ও শ্রাবণ। এ সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন ছাত্রী। তাদের উত্ত্যক্ত ঘটনায় মণ্ডল বাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্র সুমনসহ কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
পরদিন বুধবার এ ঘটনায় আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আবু সাইদ (১৭) ও শ্রাবণকে (১৭) মারধর ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আবু সাইদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসারত অবস্থা রাতে মারা যায় সে।
এ ঘটনায় নিহত আবু সাইদের বাবা আবু তাহের রাতেই ফুলবাড়িয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ঘটনায় জড়িত সুমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে