ছাত্রীকে উত্ত্যক্তের জেরে বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেল সহপাঠীর

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২২: ২২
Thumbnail image

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেল আবু সাইদ নামে এক শিক্ষার্থীর। গতকাল বুধবার উপজেলার দেওখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরও এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহত শিক্ষার্থী দেওখোলা ইউনিয়নের শুবরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। সে হরে কৃষ্ণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো সুমন, কাউসার, রাব্বিল ও মোস্তাফিজুর। এরা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলা দেওখোলা বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কোচিং সেন্টারের বাইরে গল্প করছিল হরে কৃষ্ণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ ও শ্রাবণ। এ সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন ছাত্রী। তাদের উত্ত্যক্ত ঘটনায় মণ্ডল বাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্র সুমনসহ কয়েকজনের সঙ্গে ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

পরদিন বুধবার এ ঘটনায় আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আবু সাইদ (১৭) ও শ্রাবণকে (১৭) মারধর ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আবু সাইদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসারত অবস্থা রাতে মারা যায় সে। 

এ ঘটনায় নিহত আবু সাইদের বাবা আবু তাহের রাতেই ফুলবাড়িয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ঘটনায় জড়িত সুমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত