ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদ বঞ্চিত নেতারা। আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা থানার সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ-সময় দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দের নেতৃত্বে সমাবেশে প্রায় এক হাজার ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে বলেন, ‘মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি কাউকে না জানিয়ে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি সম্পূর্ণ অবৈধ ভাবে ব্যাকডেটে কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটি আমরা মানি না।’
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। বিবাহিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে এ কমিটি করা হয়েছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, ‘নিয়ম মেনে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেওয়া হয়েছে। যারা পদ পাননি তাঁরাই ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য আন্দোলন করছে।’
দীর্ঘ সাড়ে তিন বছর পর গত পাঁচ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মাহমুদুল হাসান মাসুদকে সভাপতি ও ইমামুল হক ইমনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এ কমিটি ঘোষণার পর পরই নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদ বঞ্চিত নেতারা। আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা থানার সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ-সময় দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দের নেতৃত্বে সমাবেশে প্রায় এক হাজার ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে বলেন, ‘মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি কাউকে না জানিয়ে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি সম্পূর্ণ অবৈধ ভাবে ব্যাকডেটে কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটি আমরা মানি না।’
ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। বিবাহিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে এ কমিটি করা হয়েছে।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, ‘নিয়ম মেনে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেওয়া হয়েছে। যারা পদ পাননি তাঁরাই ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য আন্দোলন করছে।’
দীর্ঘ সাড়ে তিন বছর পর গত পাঁচ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মাহমুদুল হাসান মাসুদকে সভাপতি ও ইমামুল হক ইমনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এ কমিটি ঘোষণার পর পরই নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
১০ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৭ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩৫ মিনিট আগে