নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেট-কাঁদানে গ্যাসের শেলে ৪৫ জন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে বিএনপি। এ ছাড়া নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, এসআই মোস্তফা কামাল ও কনস্টেবল জাহিদুল ইসলাম।
বিএনপির নেতা-কর্মীরা জানান, নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ বেলা ১১টায় উপজেলার মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউস থেকে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ছোড়া রাবার বুলেটে ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান ইবাদ, দেলোয়ার হোসেন রানা, আহসান মিয়াসহ ৪৫ জন নেতা-কর্মী আহত হন।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমাদের ৪৫-৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ১৫-২০ জন রাবার বুলেটে আহত হয়েছেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষে পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল ও ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেট-কাঁদানে গ্যাসের শেলে ৪৫ জন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে বিএনপি। এ ছাড়া নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, এসআই মোস্তফা কামাল ও কনস্টেবল জাহিদুল ইসলাম।
বিএনপির নেতা-কর্মীরা জানান, নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ বেলা ১১টায় উপজেলার মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউস থেকে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ছোড়া রাবার বুলেটে ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান ইবাদ, দেলোয়ার হোসেন রানা, আহসান মিয়াসহ ৪৫ জন নেতা-কর্মী আহত হন।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমাদের ৪৫-৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ১৫-২০ জন রাবার বুলেটে আহত হয়েছেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষে পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল ও ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ছেলের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা ও চাচাতো ভাইরা পরিকল্পিতভাবে আয়েশা বেগমকে হত্যা করেছেন। মরদেহের মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছে।
২ মিনিট আগেদেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
৮ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
১২ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
২৮ মিনিট আগে