সারের ডিলার হিসেবে নিয়োগ পেতে জাল প্রত্যয়নপত্র দাখিল, তদন্ত বন্ধ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৫৮
Thumbnail image

ময়মনসিংহের নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সারের ডিলার হিসেবে নিয়োগ পেতে জাল প্রত্যয়নপত্র দাখিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে মেসার্স নাহার এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বাদল হোসাইন নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন হলেও অজ্ঞাত কারণে তদন্ত বন্ধ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নের বিসিআইসির ডিলার শূন্য থাকায় ২০১৯ সালের ৪ ডিসেম্বর ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। তাতে মেসার্স নাহার এন্টারপ্রাইজ, মেসার্স স্যাম্বো এন্টারপ্রাইজ, মেসার্স তাহমিনা আক্তার মীম এন্টারপ্রাইজ ও মেসার্স শাওন ট্রেডার্স আবেদন করে। নিয়োগ বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্ত দেওয়া হয়। যেখানে অভিজ্ঞতাসহ কাগজপত্র ও আবেদনপত্রের কাগজপত্র নির্ভুলভাবে দাখিল, ট্রেড লাইসেন্স, গুদামের চুক্তি, দোকানের চুক্তি ৫০ টন ধারণক্ষমতা থাকাসহ বিভিন্ন শর্ত উল্লেখ করা হয়।

অভিযোগ উঠেছে, নাহার এন্টারপ্রাইজ স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ২০১৬ সালের ১৮ মে যে ট্রেড লাইসেন্স ইস্যু করে, তা গত বছরের ২৪ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন জাল বলে প্রত্যয়নপত্র দেন। মেসার্স তাহমিনা আক্তার মীম এন্টারপ্রাইজের চেয়ে ৫ বছরের অভিজ্ঞতা কম, দোকানের চুক্তিপত্র ৫ বছরের কম। আর দোকান থেকে গুদাম দেড় কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও ২০২০ সালের ১৯ আগস্ট তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ১ নম্বরে রেখে আওয়ামী লীগ নেতা চর বেতাগৈর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের স্ত্রী শামছুন্নাহারের নামে মেসার্স নাহার এন্টারপ্রাইজের সুপারিশ করে রেজল্যুশন পাঠান।

পরবর্তীকালে ২০২৩ সালের ১ নভেম্বর মেসার্স নাহার এন্টারপ্রাইজকে বিসিআইসি সারের ডিলার হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের পরে অনিয়মের অভিযোগ তুলে আবেদনকারী বাদল হোসাইন ময়মনসিংহ জেলা প্রশাসক এবং সার ও বীজ তদারকি কমিটির সভাপতির কাছে গত ৩০ মে লিখিত অভিযোগ দেন।

গত ১২ জুন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারী কমিশনার মো. শাহনূর রহমান বিসিআইসি সারের ডিলার নিয়োগ অভিযোগের তদন্ত করতে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি ইস্যু করে। ইউএনও তদন্ত না করে দেড় মাস পরে ৩১ জুলাই উপজেলা কৃষি কর্মকর্তাকে চর বেতাগৈর ইউনিয়নের বিসিআইসি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তিন কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্তের নির্দেশ দেন। কিন্তু ৪৪ কার্যদিবস পার হলেও তদন্ত হয়নি।

অভিযোগকারী বাদল হোসাইন বলেন, ‘মেসার্স নাহার এন্টারপ্রাইজ জাল কাগজপত্র দাখিল করে। অন্য চারজনকে কৌশলে বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে লাইসেন্স ইস্যু করা হয়েছে। নিয়োগে মোটা অঙ্কের লেনদেন হয়েছে যা তদন্ত করলে বেরিয়ে আসবে।’

এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘২০২০ সালের ১৯ আগস্ট উপজেলা সার ও বীজ কমিটি থেকে রেজল্যুশনের মাধ্যমে আবেদন করা চারজনের তালিকা জেলার সার বীজ তদারকি কমিটিতে পাঠানো হয়। ওই তদারকি কমিটি যাচাই-বাছাই করে বিসিআইসিতে পাঠায়। পরবর্তীকালে মেসার্স নাহার এন্টারপ্রাইজকে অনুমোদন দেওয়া হয়। ইউএনওর অফিস থেকে একটি তদন্তের চিঠি পেয়েছি। তবে তদন্তে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’

নান্দাইলের ইউএনও অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে।’ তদন্তের দীর্ঘসূত্রতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যদি তদন্ত না করেন, তাহলে আমাকে চিঠি দিয়ে জানিয়ে দিলে অন্য কাউকে তদন্তের ভার দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত