Ajker Patrika

কলেজছাত্র মুরাদ হত্যা: প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
গ্রেপ্তার আশরাফুল আলম হামীম। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আশরাফুল আলম হামীম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার (৪ জানুয়ারি) আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।

গ্রেপ্তার আশরাফুল আলম হামীম নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।

গত ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১ জুন হত্যা মামলা করেন নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুণ, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। এ ছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ছেলের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুল আলম হামীমের গ্রেপ্তারের খবর শুনে মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এতে স্বস্তি পেলেও ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। আসামিরা প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। দ্রুত আসামিদের বিচারের প্রক্রিয়া শুরু করতে আদালতের দৃষ্টি কামনা করেন তিনি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, মুরাদ হত্যা মামলার প্রধান আসামি হামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন জামিনে আছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত