Ajker Patrika

নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫৮
নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

নেত্রকোনার কেন্দুয়ায় শ্বশুরবাড়ি থেকে পপি আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে পপির স্বামী সাদ্দাম হোসেন পলাতক।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে সাদ্দাম হোসেনের সঙ্গে পপি আক্তারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর সাদ্দাম হোসেন জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়লে সংসারে কলহ দেখা দেয়। এরপর আজ বুধবার ভোরে খালি বাড়িতে খাটের ওপর গৃহবধূ পপি আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় কালো দাগ ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী সাদ্দাম হোসেন শ্বাসরোধে পপিকে হত্যা করে পালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশের সুরতহাল করা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদি জানান, নিহত গৃহবধূ পপির গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ ছিল। মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত