মধ্যরাতে আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত, সকালে সড়কে পড়ে থাকা মৃত তরুণীর পরিচয় মিলেছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ২১: ২২
আপডেট : ০৮ জুন ২০২৪, ২২: ০৭

ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে পড়ে থাকা তরুণীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। গতকাল শুক্রবার (৭ জুন) দিবাগত মধ্যরাতে তরুণীর পরিচয় শনাক্ত করে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ক্রাইম সিনের একটি দল। 

এর আগে শুক্রবার সকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার জোড়পুকুর এলাকায় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তরুণীর মরদেহ উদ্ধার করে নান্দাইল হাইওয়ে পুলিশ। 

তরুণীর নাম ঝুমা আক্তার (২৪)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের নগরভান্ডা গ্রামের আবুল কাশেম মিয়ার মেয়ে। চার মাস আগে একই জেলার কটিয়াদী উপজেলার মাশুয়া এলাকায় বিয়ে হয়। গত ২৯ মে স্বামীর পরিবার তাঁকে মানসিক প্রতিবন্ধী দেখিয়ে পারিবারিক সমঝোতায় খোলা তালাক দেয়। এর পর থেকে তরুণী নিখোঁজ ছিলেন। 

গত বৃহস্পতিবার মধ্যরাতে নান্দাইল সদরের এক ব্যক্তির কাছে আশ্রয় চান ওই তরুণী। অপরিচিত হওয়ায় তাঁকে আশ্রয় দেননি তিনি। গতকাল শুক্রবার ভোরে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের জোড়পুকুর এলাকায় সড়কের পাশে তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ঝুমার বাবা আবুল কাশেম বলেন, ৫ জুন ভোট দিতে গিয়ে ঝুমা বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। 

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল হাইওয়ে থানার উপরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, তরুণীর মৃত্যু রহস্যজনক হওয়ায় মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পুরো বিষয়টি এখন তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত