ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নগরীর চর কালিবাড়ীতে কৃষক আলতাফ আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের অবস্থান জানান দিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়।
আজ শুক্রবার বাদ জুমা কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ মে রাতে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে ঝগড়ার কারণ জানতে চান আলতাফ আলী।
এ সময় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি রাসেল খান ইমন এলাকায় আধিপত্য ও নিজের অবস্থান জানান দিতে ওয়ান শুটারগান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তিনি। এ সময় ঘটনাস্থলে রাসেলের পক্ষের ৮–১০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। পরে তাঁর তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রাসেলের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান ঘটনার পরদিন পাঁচজনের উল্লেখ করে এবং ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে কৃষক আলতাফ আলী হত্যার বিচারের দাবি ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয়দের আয়োজনে চর কালীবাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহে নগরীর চর কালিবাড়ীতে কৃষক আলতাফ আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের অবস্থান জানান দিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়।
আজ শুক্রবার বাদ জুমা কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ মে রাতে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে ঝগড়ার কারণ জানতে চান আলতাফ আলী।
এ সময় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি রাসেল খান ইমন এলাকায় আধিপত্য ও নিজের অবস্থান জানান দিতে ওয়ান শুটারগান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তিনি। এ সময় ঘটনাস্থলে রাসেলের পক্ষের ৮–১০ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। পরে তাঁর তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রাসেলের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান ঘটনার পরদিন পাঁচজনের উল্লেখ করে এবং ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে কৃষক আলতাফ আলী হত্যার বিচারের দাবি ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয়দের আয়োজনে চর কালীবাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩৭ মিনিট আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগে