ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে পিস্তলসদৃশ একটি গ্যাসলাইটারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে ইসলামপুর থানা মোড়স্থ জেলা পরিষদ এলাকা থেকে ওই দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার বয়ড়া ডাংগা গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে তানভীর আহাম্মেদ তপু (৩৫) এবং পাছুরপাড়া গ্রামের আলতাবুর রহমানের ছেলে নিহাল আহাম্মেদ ললাট (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ওই রাতে ডাকবাংলোর ভবনের একটি কক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীর বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় চলাকালে ওই দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ধর্মমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
কিছুক্ষণ পরে সেখান থেকে বের হওয়ার সময় ধর্মমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থীরা তানভীর আহাম্মেদ তপুর কোমরে একটি রিভলবারসদৃশ বস্তু দেখতে পান। পরে কয়েকজন নেতা-কর্মী ওই দুই যুবককে মারপিট করতে থাকেন।
এ সময় ধর্মমন্ত্রীর প্রটোকলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে উত্তেজিত নেতা-কর্মীদের রোষানল থেকে ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় তানভীরের কাছে থাকা একটি রিভলবারসদৃশ গ্যাসলাইটার এবং তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন বলেন, ‘ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করে এবং ছবি তুলে দুই যুবক ডাকবাংলো থেকে বের হচ্ছিল। এ সময় একজনের প্যান্টের পেছনে পিস্তলের মতো একটা কিছু দেখতে পান নেতা-কর্মীরা। পরে ওই যুবকদের নেতা-কর্মীরা চড়থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।’
তাঁদের মধ্যে নিহাল আহাম্মেদ ললাটকে ধর্মমন্ত্রী মহোদয় চেনেন। তিনি মাঝেমধ্যেই ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন বলে জানান তিনি।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, ‘ডাকবাংলোতে অবস্থানকালে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল স্যারের আশপাশে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় তাঁদের একজনের কোমরে পিস্তল দেখতে পান স্থানীয় নেতা-কর্মীরা। পরে তা৭রা দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ দুই যুবককে থানায় নিয়ে আসে। তাঁদের কাছ থেকে জব্দ করা পিস্তলটি খেলনার। সেটা গ্যাসলাইটার হিসেবে ব্যবহার করা হয়। তাঁরা কী কাজে এখানে এসেছেন বা তাঁদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, এ বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ধর্মমন্ত্রী স্যারের সঙ্গে সাক্ষাৎ করে দুই যুবক বের হয়ে যাওয়ার সময় জুতা পরতে গেলে তাঁদের একজনের কোমরের পেছনে রিভলবারসদৃশ কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতা-কর্মীরা তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেন। এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই যুবক আমার সঙ্গে দেখা করেছে। কথা বলেছে। তারা আমার সঙ্গে ছবিও উঠেছে। কিন্তু তারা চলে যাওয়ার সময় তাদের কাছে রিভলবারসদৃশ একটি বস্তু দেখতে পায় নেতা-কর্মীরা।’
জামালপুরের ইসলামপুরে পিস্তলসদৃশ একটি গ্যাসলাইটারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে ইসলামপুর থানা মোড়স্থ জেলা পরিষদ এলাকা থেকে ওই দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার বয়ড়া ডাংগা গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে তানভীর আহাম্মেদ তপু (৩৫) এবং পাছুরপাড়া গ্রামের আলতাবুর রহমানের ছেলে নিহাল আহাম্মেদ ললাট (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ওই রাতে ডাকবাংলোর ভবনের একটি কক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীর বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় চলাকালে ওই দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ধর্মমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
কিছুক্ষণ পরে সেখান থেকে বের হওয়ার সময় ধর্মমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থীরা তানভীর আহাম্মেদ তপুর কোমরে একটি রিভলবারসদৃশ বস্তু দেখতে পান। পরে কয়েকজন নেতা-কর্মী ওই দুই যুবককে মারপিট করতে থাকেন।
এ সময় ধর্মমন্ত্রীর প্রটোকলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে উত্তেজিত নেতা-কর্মীদের রোষানল থেকে ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় তানভীরের কাছে থাকা একটি রিভলবারসদৃশ গ্যাসলাইটার এবং তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন বলেন, ‘ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করে এবং ছবি তুলে দুই যুবক ডাকবাংলো থেকে বের হচ্ছিল। এ সময় একজনের প্যান্টের পেছনে পিস্তলের মতো একটা কিছু দেখতে পান নেতা-কর্মীরা। পরে ওই যুবকদের নেতা-কর্মীরা চড়থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।’
তাঁদের মধ্যে নিহাল আহাম্মেদ ললাটকে ধর্মমন্ত্রী মহোদয় চেনেন। তিনি মাঝেমধ্যেই ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন বলে জানান তিনি।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, ‘ডাকবাংলোতে অবস্থানকালে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল স্যারের আশপাশে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় তাঁদের একজনের কোমরে পিস্তল দেখতে পান স্থানীয় নেতা-কর্মীরা। পরে তা৭রা দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ দুই যুবককে থানায় নিয়ে আসে। তাঁদের কাছ থেকে জব্দ করা পিস্তলটি খেলনার। সেটা গ্যাসলাইটার হিসেবে ব্যবহার করা হয়। তাঁরা কী কাজে এখানে এসেছেন বা তাঁদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, এ বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ধর্মমন্ত্রী স্যারের সঙ্গে সাক্ষাৎ করে দুই যুবক বের হয়ে যাওয়ার সময় জুতা পরতে গেলে তাঁদের একজনের কোমরের পেছনে রিভলবারসদৃশ কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতা-কর্মীরা তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেন। এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘দুই যুবক আমার সঙ্গে দেখা করেছে। কথা বলেছে। তারা আমার সঙ্গে ছবিও উঠেছে। কিন্তু তারা চলে যাওয়ার সময় তাদের কাছে রিভলবারসদৃশ একটি বস্তু দেখতে পায় নেতা-কর্মীরা।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে