ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে অবৈধভাবে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং সেই তথ্য দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে নগরীর গোহাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২২ মার্চ) দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ভালুকার মামারিশপুর এলাকার নাজমুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম প্রিন্স (২৯), টাঙ্গাইল মধুপুর ঝটাবাড়ী এলাকার মিরাজ আলীর ছেলে আজিজুল হক (২৪) ও নাগরপুরের করহাটা এলাকার শরীফ মোল্লার ছেলে তানভীর রহমান কাব্য (২৬)।
তাঁরা সবাই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন। এ সময় বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোনের সিম বিক্রয় কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
ওসি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙুলের ছাপ ব্যবহারের মাধ্যমে মোবাইল সিম রেজিস্ট্রেশন করে বিক্রয় করছে—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম প্রিন্সকে আটক করা হয়।
পরে তাঁর দেখানো মতে আজিজুল ও তানভীরের গোহাইলকান্দি বাসার তৃতীয় তলার রুম থেকে ৩টি ল্যাপটপ, ৮টি মোবাইল সেট, একটি মোবাইল ট্যাব, ৪টি বাটন ফোন, ১৬টি ফিঙ্গার বায়োমেট্রিক স্ক্যানার, ২ বোতল রাবার পরিষ্কার করার কেমিক্যাল, ৩টি ফিঙ্গার হিটার মেশিন, ৩০০ গ্রামীণ স্কিটো সিম, ২৫০টি গ্রামীণ সিমের স্টিকার, ৩০ পিস ফিঙ্গার ছাপাযুক্ত নেগেটিভ ও বিপুল পরিমাণ বিভিন্ন ব্যক্তির এনআইডি নম্বর জব্দ করা হয়। তখন এই দুজনকে আটক করা হয়।
ওসি শফিকুল ইসলাম খান আরও জানান, চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরে কর্মরত কিছু অসাধু কর্মীর সহায়তায় সিম বিক্রি বা সিম রিপ্লেসমেন্ট করে আসছিল। তাঁদের তিনজনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহে অবৈধভাবে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং সেই তথ্য দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে নগরীর গোহাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২২ মার্চ) দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ভালুকার মামারিশপুর এলাকার নাজমুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম প্রিন্স (২৯), টাঙ্গাইল মধুপুর ঝটাবাড়ী এলাকার মিরাজ আলীর ছেলে আজিজুল হক (২৪) ও নাগরপুরের করহাটা এলাকার শরীফ মোল্লার ছেলে তানভীর রহমান কাব্য (২৬)।
তাঁরা সবাই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন। এ সময় বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোনের সিম বিক্রয় কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
ওসি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙুলের ছাপ ব্যবহারের মাধ্যমে মোবাইল সিম রেজিস্ট্রেশন করে বিক্রয় করছে—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম প্রিন্সকে আটক করা হয়।
পরে তাঁর দেখানো মতে আজিজুল ও তানভীরের গোহাইলকান্দি বাসার তৃতীয় তলার রুম থেকে ৩টি ল্যাপটপ, ৮টি মোবাইল সেট, একটি মোবাইল ট্যাব, ৪টি বাটন ফোন, ১৬টি ফিঙ্গার বায়োমেট্রিক স্ক্যানার, ২ বোতল রাবার পরিষ্কার করার কেমিক্যাল, ৩টি ফিঙ্গার হিটার মেশিন, ৩০০ গ্রামীণ স্কিটো সিম, ২৫০টি গ্রামীণ সিমের স্টিকার, ৩০ পিস ফিঙ্গার ছাপাযুক্ত নেগেটিভ ও বিপুল পরিমাণ বিভিন্ন ব্যক্তির এনআইডি নম্বর জব্দ করা হয়। তখন এই দুজনকে আটক করা হয়।
ওসি শফিকুল ইসলাম খান আরও জানান, চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরে কর্মরত কিছু অসাধু কর্মীর সহায়তায় সিম বিক্রি বা সিম রিপ্লেসমেন্ট করে আসছিল। তাঁদের তিনজনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
কম্বোগুলোতে বাবার সঙ্গে মিলিয়ে ছেলের পাঞ্জাবি, মেয়ের সঙ্গে মায়ের কুর্তি কিংবা পরিবারের সবার একই রকম পোশাক নেওয়ার প্রবণতা বাড়ছে। ফ্যাশন হাউসগুলো এমন তথ্যই জানাচ্ছে। ঈদ উপলক্ষে অন্যান্য পোশাকের পাশাপাশি ‘মেলানো পোশাক’ বিক্রি হচ্ছে বেশ ভালোই। যদিও এবারের ঈদের বিক্রি নিয়ে সন্তুষ্ট নয় অনেক ফ্যাশন হাউস। ত
৪ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেপ্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ঈদের আগে পুনরায় ট্রেনটি চালু করে দুর্ভোগ নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। তবে কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত ট্রেনটি
৪ ঘণ্টা আগেরাজধানীর ডেমরায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরসহ কার্যালয়ে ব্যাপক তাণ্ডব চালায়।
৪ ঘণ্টা আগে