প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা চলছে। এরই মধ্যে হঠাৎ কার্যালয়ের মেঝে ধসে ৫ ফুট দেবে যায়; নেতাকর্মীরা একে অপরের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে। এ ঘটনায় সভাপতি-সম্পাদকসহ অন্তত সাত জন আহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ঘটনার আকস্মিকতায় কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন অন্যজনের ওপর গিয়ে পড়েন। এ সময় সভাপতিসহ আমরা সাত জন আহত হই। কেউ হাতে, কেউ পায়ে কেউ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। পরে দলের নেতা-কর্মীরা আহত সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কেউই গুরুতর আহত হয়নি। পরে বেলা পৌনে ২টার দিকে খালিয়াজুরী কলেজে সভার বাকি কাজ শুরু করা হয়।
জানা যায়, আজ রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা সদরের হাওর মালেক সিটি এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে সভা চলাকালে মেঝে দেবে যায়।
এ ঘটনায় আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম আবু ইছহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক ও খালিয়াজুরী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায়।
খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান বলেন, সদরের প্রবেশদ্বার এলাকার হাওর মালেক সিটিতে মাটি ভরাট করে কয়েক বছর আগে কার্যালয়টি স্থাপন করে উপজেলা আওয়ামী লীগ। বৃষ্টির পানিতে কার্যালয়ের নিচ থেকে ভরাট করা বালি মাটি সরে গিয়ে ফাঁকা হয়ে যায়। বিষয়টি কারও নজরে না পড়ায় আজ এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার ও ওসি মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া ওই পদে আগামী ৭ অক্টোবর উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের উদ্দেশ্যে এ সভা ডাকা হয়েছিল।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা চলছে। এরই মধ্যে হঠাৎ কার্যালয়ের মেঝে ধসে ৫ ফুট দেবে যায়; নেতাকর্মীরা একে অপরের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে। এ ঘটনায় সভাপতি-সম্পাদকসহ অন্তত সাত জন আহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ঘটনার আকস্মিকতায় কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন অন্যজনের ওপর গিয়ে পড়েন। এ সময় সভাপতিসহ আমরা সাত জন আহত হই। কেউ হাতে, কেউ পায়ে কেউ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। পরে দলের নেতা-কর্মীরা আহত সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কেউই গুরুতর আহত হয়নি। পরে বেলা পৌনে ২টার দিকে খালিয়াজুরী কলেজে সভার বাকি কাজ শুরু করা হয়।
জানা যায়, আজ রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা সদরের হাওর মালেক সিটি এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে সভা চলাকালে মেঝে দেবে যায়।
এ ঘটনায় আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম আবু ইছহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক ও খালিয়াজুরী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা জুয়েল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায়।
খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান বলেন, সদরের প্রবেশদ্বার এলাকার হাওর মালেক সিটিতে মাটি ভরাট করে কয়েক বছর আগে কার্যালয়টি স্থাপন করে উপজেলা আওয়ামী লীগ। বৃষ্টির পানিতে কার্যালয়ের নিচ থেকে ভরাট করা বালি মাটি সরে গিয়ে ফাঁকা হয়ে যায়। বিষয়টি কারও নজরে না পড়ায় আজ এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার ও ওসি মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার মারা যান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া ওই পদে আগামী ৭ অক্টোবর উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের উদ্দেশ্যে এ সভা ডাকা হয়েছিল।
শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১৮ মিনিট আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৯ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগে