সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন রুমানা ইয়াসমিন রত্না (৩৫)। এরপর সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁর হাত-পা বেঁধে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।
গৃহবধূকে নির্যাতনের ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রামে। এই ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে রত্নার বড় ভাই সাইদুর রহমান সাজু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, মহাদান ইউনিয়নের কুদুলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মজিবর রহমানের সঙ্গে প্রায় ১৮ বছর আগে একই ইউনিয়নের উচ্চগ্রামের মুন্তাজ আলীর মেয়ে রত্নার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মজিবর। একপর্যায়ে রত্নাকে কৌশলে বাপের বাড়িতে পাঠিয়ে দেন তিনি।
রত্নাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চার-পাঁচ দিন পর সম্পর্ক করা নারীকে বিয়ে করে ঘরে তোলেন মজিবর। খবর পেয়ে স্বামীর বাড়িতে আসেন রত্না। এ নিয়ে মজিবর ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে রত্নার বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে রত্নার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন তাঁরা। রত্নার চিৎকারে আশপাশের লোকজন জানতে পেরে বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে অভিযোগ থেকে জানা গেছে।
রত্নার বড় ভাই সাইদুর রহমান সাজু বলেন, ‘মজিবর ও রত্নার সাত-আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর প্রায় দেড় মাস আগে তাঁদের আবারও বিয়ে হয়। কিন্তু মজিবর চার-পাঁচ দিন আগে আরেকটি নারীকে বিয়ে করেছেন। তা জানতে পেরে শ্বশুরবাড়িতে যান রত্না। সেখানে মজিবর ও তাঁর পরিবারের লোকজন রত্নার হাত-পা বেঁধে মারধর করেছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।’
এ বিষয়ে জানতে মজিবর রহমানের মোবাইল ফোনে কল করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন রুমানা ইয়াসমিন রত্না (৩৫)। এরপর সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁর হাত-পা বেঁধে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।
গৃহবধূকে নির্যাতনের ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রামে। এই ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে রত্নার বড় ভাই সাইদুর রহমান সাজু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, মহাদান ইউনিয়নের কুদুলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মজিবর রহমানের সঙ্গে প্রায় ১৮ বছর আগে একই ইউনিয়নের উচ্চগ্রামের মুন্তাজ আলীর মেয়ে রত্নার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মজিবর। একপর্যায়ে রত্নাকে কৌশলে বাপের বাড়িতে পাঠিয়ে দেন তিনি।
রত্নাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার চার-পাঁচ দিন পর সম্পর্ক করা নারীকে বিয়ে করে ঘরে তোলেন মজিবর। খবর পেয়ে স্বামীর বাড়িতে আসেন রত্না। এ নিয়ে মজিবর ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে রত্নার বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে রত্নার হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন তাঁরা। রত্নার চিৎকারে আশপাশের লোকজন জানতে পেরে বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে অভিযোগ থেকে জানা গেছে।
রত্নার বড় ভাই সাইদুর রহমান সাজু বলেন, ‘মজিবর ও রত্নার সাত-আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর প্রায় দেড় মাস আগে তাঁদের আবারও বিয়ে হয়। কিন্তু মজিবর চার-পাঁচ দিন আগে আরেকটি নারীকে বিয়ে করেছেন। তা জানতে পেরে শ্বশুরবাড়িতে যান রত্না। সেখানে মজিবর ও তাঁর পরিবারের লোকজন রত্নার হাত-পা বেঁধে মারধর করেছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।’
এ বিষয়ে জানতে মজিবর রহমানের মোবাইল ফোনে কল করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৮ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৬ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩৪ মিনিট আগে