Ajker Patrika

ফোন পেয়ে বাড়ি থেকে বের হন সাবেক মেম্বার, সকালে পতিত জমিতে মিলল লাশ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭: ১২
ফোন পেয়ে বাড়ি থেকে বের হন সাবেক মেম্বার, সকালে পতিত জমিতে মিলল লাশ

নেত্রকোনার কলমাকান্দায় পতিত জমি থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রামনাথপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মতিউর রহমান (৬০) পোগলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের দুবারের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মূলগাঁও গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটা-চারটার দিকে কারও ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর। পরে দুজন লোক এসে মোটরসাইকেলে করে বাড়ির সামনে থেকে তাঁকে নিয়ে যায়। সকালে বাড়ি না ফেরায় তাঁর ছেলে বাবুল মিয়া তাঁকে খোঁজ করতে থাকেন। পরে সকাল ১০টার দিকে পাশের রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে মতিউরের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মতিউরের ছেলে বাবুল মিয়া বলেন, ‘শেষরাতে একজনের কল পেয়ে বাবা বাড়ি থেকে বের হন। সকালে বাড়ি না ফেরায় খুঁজতে বের হই। পরে জানি পাশের রামনাথপুর গ্রামের পতিত জমিতে লাশ পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা। এ ঘটনায় মামলা করা হবে।’

পরিবারের লোকজনের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, শেষরাতে কারও কল পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর। ভোরে স্থানীয় দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতেও দেখেছেন স্থানীয়রা। পরে রামনাথপুরের একটি পতিত জমিতে লাশ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত