যৌন হয়রানির বিচার না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১৮: ২১
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৯: ৪১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানকে যৌন হয়রানি করা হয়েছে অভিযোগ তুলে তিনি অপরাধীদের বিচার দাবি করেছেন। বিচার না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। তা ছাড়া তাঁদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁকে ফিরিয়ে দিয়েছে বলেও অভিযোগ তাঁর।

গতকাল শনিবার রাতে জামালপুর শহরে প্রেসক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক এই মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি (৪৫)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি বলেন, একই শহরের বাসিন্দা হওয়ার সুবাদে বকশীগঞ্জ পৌর এলাকার মাসুদ উল হাসানের (৩৮) সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক সম্পর্ক রয়েছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সময় প্রচার-প্রচারণা বাবদ খরচ ও নানা মিথ্যা কথা বলে তাঁর কাছ থেকে ৪ লাখ ৩২ হাজার টাকা নেন মাসুদ। দীর্ঘদিন পর আরও টাকা দাবি করেন তিনি। সেই টাকা না দেওয়ায় তাঁদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে।

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, ‘তা ছাড়া একই এলাকার মো. আবদুস সালাম মাহমুদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। সেসব শোধ করার চেষ্টা করছি। কিন্তু মাসুদ ও সালাম দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সবশেষ গত ২০ মে রাতে তারা দুজন আমার বাড়ির রান্নাঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু সে সময় আমার স্বামী চলে আসায় তারা পালিয়ে যায়।’

মাসুমা ইয়াসমিন স্মৃতি বলেন, ‘নির্বাচন থাকায় আমি এত দিন আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। তবে ৭ জুন রাতে মাসুদ আবার আমাকে কুপ্রস্তাব দেয় এবং আমার নামে মিথ্যা অপবাদ ছড়াতে থাকে। তাই আমি থানায় অভিযোগ দিতে বাধ্য হয়েছি।’

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘আমি মামলা করার জন্য থানায় সারা রাত ছিলাম। সকালে আরেকবার গিয়েছি। তবু থানার ওসি আমার মামলা নেননি। আমি এখন সমাজে মুখ দেখাতে পারছি না। হয় পুলিশ দোষীদের গ্রেপ্তার করবে, না হয় আমি পরিবারসহ আত্মহত্যা করব।’

তবে অভিযুক্ত মাসুদ উল হাসান মোবাইল ফোনে বলেন, ‘সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তাঁকে যৌন নিপীড়ন করেছি বা অশ্লীল ইঙ্গিত দিয়েছি, এটা তিনি প্রমাণ করতে পারবেন না। তিন মাস ধরে তাঁর সঙ্গে আমার কথা হয় না।’

মাসুদ উল হাসান আরও বলেন, ‘অভিযোগকারীর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। কিন্তু স্বার্থে আঘাত লাগায় তিনি, তাঁর স্বামী, তাঁর বাবা ও ভাই মিলে ৭ জুন রাতে প্রাণনাশের উদ্দেশ্যে আমার ওপর হামলা চালান। এই ঘটনা ধামাচাপা দিতেই তিনি এখন এসব নাটক সাজাচ্ছেন।’

এ বিষয়ে আবদুস সালাম মাহমুদ বলেন, ‘তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তিনি কিছু টাকা ধার চেয়েছিলেন। কিন্তু আমার কাছে না থাকায় আরেকজনের কাছ থেকে ধার নিয়ে তাঁকে দিয়েছিলাম। সেই টাকা চেয়ে না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিই। এ কারণে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ তুলেছেন তিনি।’

এদিকে মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুমা ইয়াসমিন স্মৃতির অভিযোগটি জিডি হিসেবে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত