তদন্তে গিয়ে মোটরসাইকেল হারালেন পুলিশ কর্মকর্তা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ২৩
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৪৯

নান্দাইলে জমিসংক্রান্ত ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন। রাস্তায় মোটরসাইকেল রেখে তিনি বাড়িতে প্রবেশ করেন। কিন্তু বাড়ি থেকে কিছুক্ষণ পর বের হয়ে তিনি মোটরসাইকেলটি আর পাননি। সেটি কেউ চুরি করে নিয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মুশুলী ইউনিয়নের চকমতি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত মোটরসাইকেলের সন্ধান পাননি তিনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করেছেন এএসআই মো. আলমগীর। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে জমিসংক্রান্ত ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ভূঁইয়া স্থানীয় চকমতি মেরেঙ্গা বাজারে থাকা কিছু জমি সম্প্রতি বিক্রি করেন। ভাতিজা মাহবুব আলম স্বপন ও শহীদুল ইসলাম বুল্টন ওই জমিটি পৈতৃক দাবি করে তাঁর কাছে জমি বিক্রির টাকা দাবি করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।

এ নিয়ে গতকাল এএসআই মো. আলমগীর হোসেন দুজন কনস্টেবল নিয়ে আনোয়ারুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে যান। বাড়ির পাশে সড়কে মোটরসাইকেল রেখে বাড়িতে প্রবেশ করেন। ১৫-২০ মিনিট পর বের হয়ে নীল রঙের পালসার (ঢাকা মেট্রো-ল-৩৫-৭৭৮৫) মোটরসাইকেলটি সেখানে পাননি। পরে অনেক খোঁজাখুঁজি করে চলে আসেন।

শহীদুল ইসলাম বুল্টন আজকের পত্রিকাকে বলেন, ‘জমিসংক্রান্ত বিষয়ে এএসআই মো. আলমগীর হোসেনের সঙ্গে কথা হয়। পরে তিনি এ বিষয়ে তদন্ত করতে আসেন। বাড়ির সামনে মোটরসাইকেল রেখে গেলেও পরে এসে তা পাননি।’

এএসআই মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘জমিসংক্রান্ত একটি বিষয়ে তদন্ত করতে যাই। সেখানে রাস্তায় মোটরসাইকেল রেখে বাড়িতে প্রবেশ করি। কিছুক্ষণ পর বের হয়ে আর মোটরসাইকেল পাইনি। এ ঘটনায় সাধারণ ডায়রি করেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত