ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা-পুলিশ।
ময়মনসিংহ সদর থানা-পুলিশ বলছে, ঈদের ছুটিতে মাহিন্দ্রায় বাড়ি ফিরছিলেন একই পরিবারের চারজন। দুপুরে সদর উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী একটি বাস মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের শিশু মাহিত মারা যায়। আহত হয় তার বাবা লুৎফর রহমান (৩০), মা শাহনাজ পারভীন (২৫), ভাই মুজাহিদ (৬)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে লুৎফর রহমান এবং শাহনাজ পারভীন মারা যান। চিকিৎসাধীন রয়েছেন মুজাহিদ।
তারা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনে ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তারা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানজটের কারণে নিহতেরা মাহিন্দ্রায় বাইপাস হয়ে শেরপুর যাওয়ার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাকবলিত বাসচালক পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’
নিহতদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে ত্রিশাল থানা-পুলিশ বলছে, আজ দুপুরে ত্রিশালের বালিপাড়া সড়কে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। একই উপজেলার পৌর এলাকার দরিরামপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী বাসের ধাক্কায় পিক-আপের দুই যাত্রী নিহত হয়েছে। এ নিয়ে আজই দুর্ঘটনায় চারজন মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপের যাত্রী নাসিমা আক্তার (৩৫) ও জিহাদ মিয়া (২৪)। তাঁরা ত্রিশাল উপজেলার কাজিরকান্দা গ্রামের বাসিন্দা। অটোরিকশার যাত্রী আপেল মিয়া (২৫) নান্দাইল উপজেলার বাসিন্দা এবং মারুফ হোসেন (১৮) ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলায় পৃথক স্থানে দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়া তারাকান্দা উপজেলার ধোবাউড়া সড়কে বাসচাপায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তবে তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ।
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা-পুলিশ।
ময়মনসিংহ সদর থানা-পুলিশ বলছে, ঈদের ছুটিতে মাহিন্দ্রায় বাড়ি ফিরছিলেন একই পরিবারের চারজন। দুপুরে সদর উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী একটি বাস মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের শিশু মাহিত মারা যায়। আহত হয় তার বাবা লুৎফর রহমান (৩০), মা শাহনাজ পারভীন (২৫), ভাই মুজাহিদ (৬)। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে লুৎফর রহমান এবং শাহনাজ পারভীন মারা যান। চিকিৎসাধীন রয়েছেন মুজাহিদ।
তারা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনে ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তারা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানজটের কারণে নিহতেরা মাহিন্দ্রায় বাইপাস হয়ে শেরপুর যাওয়ার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাকবলিত বাসচালক পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’
নিহতদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে ত্রিশাল থানা-পুলিশ বলছে, আজ দুপুরে ত্রিশালের বালিপাড়া সড়কে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। একই উপজেলার পৌর এলাকার দরিরামপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী বাসের ধাক্কায় পিক-আপের দুই যাত্রী নিহত হয়েছে। এ নিয়ে আজই দুর্ঘটনায় চারজন মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপের যাত্রী নাসিমা আক্তার (৩৫) ও জিহাদ মিয়া (২৪)। তাঁরা ত্রিশাল উপজেলার কাজিরকান্দা গ্রামের বাসিন্দা। অটোরিকশার যাত্রী আপেল মিয়া (২৫) নান্দাইল উপজেলার বাসিন্দা এবং মারুফ হোসেন (১৮) ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলায় পৃথক স্থানে দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়া তারাকান্দা উপজেলার ধোবাউড়া সড়কে বাসচাপায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তবে তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ।
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
৪ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে