ময়মনসিংহ প্রতিনিধি
চাকরিতে কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তাঁরা। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
বিষয়টি স্বীকার করে রেলওয়ে থানার উপরিদর্শক দীপক পাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে। পরে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন আটকে থাকায় সাধারণ যাত্রীসহ মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘চাকরিতে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। কোটা পদ্ধতি চাকরিতে বৈষম্য সৃষ্টি করেছে। প্রকৃত মেধাবীরা চাকরিতে আসুক, এখানে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। তাই ট্রেন অবরোধ করে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামীকাল রায় যদি আমাদের পক্ষে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’
মারিয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা। তার পরেও আমি কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি চাই না, আমি ও আমার ভবিষ্যৎ প্রজন্ম কোটার দোহাই দিয়ে চাকরিতে আসুক। আমি মনে করি, এই কোটা পদ্ধতি বাতিল করা উচিত।’
আটকে থাকা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের সুপারভাইজার সারোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা লাল কাপড় টানিয়ে ট্রেন থামাতে বাধ্য করেন। পরে আন্দোলনের মুখে প্রায় এক ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।’
চাকরিতে কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন তাঁরা। এতে প্রায় এক ঘণ্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
বিষয়টি স্বীকার করে রেলওয়ে থানার উপরিদর্শক দীপক পাল আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে। পরে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন আটকে থাকায় সাধারণ যাত্রীসহ মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘চাকরিতে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। কোটা পদ্ধতি চাকরিতে বৈষম্য সৃষ্টি করেছে। প্রকৃত মেধাবীরা চাকরিতে আসুক, এখানে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। তাই ট্রেন অবরোধ করে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামীকাল রায় যদি আমাদের পক্ষে না আসে, তাহলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’
মারিয়া জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা। তার পরেও আমি কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি চাই না, আমি ও আমার ভবিষ্যৎ প্রজন্ম কোটার দোহাই দিয়ে চাকরিতে আসুক। আমি মনে করি, এই কোটা পদ্ধতি বাতিল করা উচিত।’
আটকে থাকা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের সুপারভাইজার সারোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা লাল কাপড় টানিয়ে ট্রেন থামাতে বাধ্য করেন। পরে আন্দোলনের মুখে প্রায় এক ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১৩ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
২৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৩২ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
৪২ মিনিট আগে