নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
রাস্তার পাশে জঙ্গল। তারপর কবরস্থান। সেখান কাঁদছিল এক নবজাতক। গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোরিকশাচালক মো. সুরজ মিয়া কান্নার শব্দ শুনে নবজাতকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুসুল্লির তারের ঘাট-রসুলপুর সড়ক দিয়ে অটোরিকশাচালক মো. সুরুজ মিয়া গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় জঙ্গলের পাশে নির্জন কবরস্থানে কান্নার শব্দ শোনেন। সেখানে গিয়ে কাপড়ে প্যাঁচানো নবজাতককে উদ্ধার করেন এবং নান্দাইল মডেল থানায় নিয়ে যান। পরে রাত ৯টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয় শিশুটিকে।
অটোরিকশাচালক মো. সুরুজ মিয়া বলেন, ‘অটো চালিয়ে যাওয়ার সময় কবরস্থানের ওপর থেকে কাপড়ে প্যাঁচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করি। শিশুর পরিবারের সন্ধান না পেলে তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই।’
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল জানান বলেন, নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে সুস্থ আছে। তার বয়স আনুমানিক দুই-তিন দিন হবে। আপাতত এখানেই আছে শিশুটি।
নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এদিকে অটোচালক নিজেই শিশুর দায়িত্ব নিতে চান। ইউএনও যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।
নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, উদ্ধারকৃত নবজাতকের পরিচয় খোঁজার চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। বিষয়টির ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া হবে।
রাস্তার পাশে জঙ্গল। তারপর কবরস্থান। সেখান কাঁদছিল এক নবজাতক। গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোরিকশাচালক মো. সুরজ মিয়া কান্নার শব্দ শুনে নবজাতকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুসুল্লির তারের ঘাট-রসুলপুর সড়ক দিয়ে অটোরিকশাচালক মো. সুরুজ মিয়া গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় জঙ্গলের পাশে নির্জন কবরস্থানে কান্নার শব্দ শোনেন। সেখানে গিয়ে কাপড়ে প্যাঁচানো নবজাতককে উদ্ধার করেন এবং নান্দাইল মডেল থানায় নিয়ে যান। পরে রাত ৯টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয় শিশুটিকে।
অটোরিকশাচালক মো. সুরুজ মিয়া বলেন, ‘অটো চালিয়ে যাওয়ার সময় কবরস্থানের ওপর থেকে কাপড়ে প্যাঁচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করি। শিশুর পরিবারের সন্ধান না পেলে তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই।’
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল জানান বলেন, নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে সুস্থ আছে। তার বয়স আনুমানিক দুই-তিন দিন হবে। আপাতত এখানেই আছে শিশুটি।
নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এদিকে অটোচালক নিজেই শিশুর দায়িত্ব নিতে চান। ইউএনও যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে।
নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, উদ্ধারকৃত নবজাতকের পরিচয় খোঁজার চেষ্টা করছি। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। বিষয়টির ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৯ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৪০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে