ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা এই কর্মসূচি করা হয়েছে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। কারখানা কর্তৃপক্ষকে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করার জন্য তাগিদ দেয় পুলিশ।
শ্রমিকেরা জানান, রোর ফ্যাশন কারখানায় ২ হাজার ৩৫৮ জন শ্রমিক। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও ৩২৭ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হয়নি। বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার কর্তৃপক্ষ গত দুই মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধের খবর পেয়ে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, মডেল থানা-পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা এই কর্মসূচি করা হয়েছে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। কারখানা কর্তৃপক্ষকে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করার জন্য তাগিদ দেয় পুলিশ।
শ্রমিকেরা জানান, রোর ফ্যাশন কারখানায় ২ হাজার ৩৫৮ জন শ্রমিক। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও ৩২৭ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হয়নি। বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার কর্তৃপক্ষ গত দুই মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধের খবর পেয়ে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, মডেল থানা-পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৭ ঘণ্টা আগেকারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
৭ ঘণ্টা আগেরাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
৮ ঘণ্টা আগে