নানা আয়োজনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাককানইবি প্রতিনিধি
Thumbnail image

যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে। মোমবাতি প্রজ্জ্বালন, কবিতা আবৃত্তি ও সঙ্গীত এবং পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষা শহিদদের স্মরণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার। 

দিবসটি উপলক্ষ্যে সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ ভাস্কর্যে ও পরে শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর কলাভবন সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় আয়োজক কমিটির আহ্বয়ক অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, আয়োজক কমিটির সদস্যসচিব কল্যানাংশু নাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরপর দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপরে মঙ্গলবার সকালে কালোব্যাজ ধারণ করার মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ২০২৩ উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রিয়াদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন শহিদ বুদ্ধিজীবি মুনীর চৌধুরীর পুত্র ও ‘প্রজন্ম–৭১’ এর সভাপতি আফিস মুনীর বিশেষ অতিথির বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান। 

আলোচনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. তুহিনুর রহমান, বঙ্গবন্ধু-নীল দলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, কর্মচারী সমিতি সভাপতি সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। 

স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদ্যাপন কমিটির সদস্য-সচিব কল্যাণাংশু নাহা।

সভায় বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের পথে নানা বাঁধা বিপত্তির কথা তুলে ধরে আসিফ মুনীর বলেন, বিভিন্ন সময় বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসনের মধ্যদিয়ে দূষণের চেষ্টা করা হয়েছে। এখনো হচ্ছে। বাংলা ভাষাকে দূষণের এই অপচেষ্টা আমাদের রুখে দিতে হবে। 

এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত