মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে তরুণের ‘আত্মহত্যা’

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১৪: ২৯

নেত্রকোনার দুর্গাপুরে শেখ ফরিদ (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়ার সুসং আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি আমগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শেখ ফরিদ ওই এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ ফরিদ নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের জন্য মায়ের কাছ থেকে টাকা নিতেন। গতকাল রাতে মায়ের কাছে ৪০০ টাকা চান তিনি। তাঁর মা টাকা নেই জানালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়ি ফেরেননি। আজ সোমবার সকালে ঘরের পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায় ফরিদকে দেখতে পান এক প্রতিবেশী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন ফরিদ নামের ওই তরুণ। লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত