মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা ফেলুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর হোসেন ওই ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার মৃত জিরেন উদ্দিনের ছেলে। সে মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত রাকিব পৌরসভার গাবেরগ্রাম এলাকার লাভলুর ছেলে।
নিহত ব্যক্তির পরিবারসূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার নিহত নুর হোসেনের বড় বোনের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ে উপলক্ষে চাচাতো বোনকে দাওয়াত দিতে তার বন্ধু রাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে চরশুভগাছা যায় সে। দাওয়াত দেওয়া সম্পন্ন করে বাড়ি ফেরার পথে ফেলুরমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি নুর হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নুর হোসেন। অন্যদিকে গুরুতর আহত হয় রাকিব।
আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহিন্দ্রা ট্রাক্টর ও ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিজুড়ী পরিষদের ইউনিয়নের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মাহিন্দ্রা ট্রাক্টর ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার নুর হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছেন। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা ফেলুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর হোসেন ওই ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার মৃত জিরেন উদ্দিনের ছেলে। সে মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত রাকিব পৌরসভার গাবেরগ্রাম এলাকার লাভলুর ছেলে।
নিহত ব্যক্তির পরিবারসূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার নিহত নুর হোসেনের বড় বোনের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ে উপলক্ষে চাচাতো বোনকে দাওয়াত দিতে তার বন্ধু রাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে চরশুভগাছা যায় সে। দাওয়াত দেওয়া সম্পন্ন করে বাড়ি ফেরার পথে ফেলুরমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি নুর হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নুর হোসেন। অন্যদিকে গুরুতর আহত হয় রাকিব।
আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহিন্দ্রা ট্রাক্টর ও ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিজুড়ী পরিষদের ইউনিয়নের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মাহিন্দ্রা ট্রাক্টর ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার নুর হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছেন। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে