ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-২ ইসলামপুর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন দাবি করলেও উপজেলা বিএনপি তাঁর পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হোসেন রেজা বাবু। বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছি। ইতিমধ্যে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি।’
হোসেন রেজা বাবু আরও বলেন, ‘নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিজয়ের বিষয়ে শতভাগ আশা করছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।’
বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই জেলা বিএনপি অনুমোদিত কমিটির ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ১৯ জন সহসভাপতির মধ্যে ৫ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাডভোকেট হোসেন রেজা বাবু উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। বিএনপি থেকে পদত্যাগ না করায় এখনো তিনি ওই পদেই আসীন। বিএনপির নেতা হয়ে অন্য একটি দলের প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুর-২ ইসলামপুর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন দাবি করলেও উপজেলা বিএনপি তাঁর পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হোসেন রেজা বাবু। বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছি। ইতিমধ্যে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি।’
হোসেন রেজা বাবু আরও বলেন, ‘নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিজয়ের বিষয়ে শতভাগ আশা করছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।’
বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই জেলা বিএনপি অনুমোদিত কমিটির ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ১৯ জন সহসভাপতির মধ্যে ৫ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাডভোকেট হোসেন রেজা বাবু উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। বিএনপি থেকে পদত্যাগ না করায় এখনো তিনি ওই পদেই আসীন। বিএনপির নেতা হয়ে অন্য একটি দলের প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
২৪ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৩৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৩৫ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১ ঘণ্টা আগে