Ajker Patrika

শেরপুরে ৪২৬ বোতল ফেনসিডিলসহ আটক ভুয়া পরিবার

শেরপুর প্রতিনিধি
শেরপুরে ৪২৬ বোতল ফেনসিডিলসহ আটক ভুয়া পরিবার

শেরপুরে স্বামী-স্ত্রী ও কিশোরী মেয়ের এক ভুয়া পরিবারকে মাদকসহ আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জেলখানা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটকের সময় তাদের সঙ্গে ছিল ৪২৬ বোতল ফেনসিডিল। 

আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার থৈকড়েরপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল আজিজ (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী মোছা. রোকছানা খাতুন (৩৫) ও ১৪ বছরের এক কিশোরী।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৪ জামালপুর-শেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির জন্য গাড়িযোগে শেরপুর দিয়ে গাজীপুরের উদ্দেশে নেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের জেলখানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত আব্দুল আজিজ, রোকছানা খাতুন ও কিশোরীকে আটক করে র‍্যাব। পরে তাদের সঙ্গে থাকা বিভিন্ন ব্যাগ তল্লাশি করে ৪২৬ বোতল ফেনসিডিল,৩টি মোবাইল, সিম ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় সোয়া ৪ লাখ টাকা। 

তিনি আরও বলেন, কেউ যাতে বুঝতে না পারে সে জন্য আটককৃতরা স্বামী-স্ত্রী ও কিশোরীকে সন্তানের পরিচয় দিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরেই এভাবে দেশের বিভিন্ন স্থানে মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত