ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে রফিকুল ইসলাম বাবলু নামে এক আমেরিকাপ্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি।
আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি ডায়েরিটি করেন।
রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।
এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।’
এদিকে জিডি ছাড়াও বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানা পুলিশ সুপার।
আমেরিকাপ্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানা থেকে আমার গ্রামের বাড়িতে পুলিশও গিয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘খোঁজখবর নিতে আমরা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি।’
উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে রফিকুল ইসলাম বাবলু নামে এক আমেরিকাপ্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি।
আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি ডায়েরিটি করেন।
রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।
এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।’
এদিকে জিডি ছাড়াও বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানা পুলিশ সুপার।
আমেরিকাপ্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢোকানোর হুমকি দেওয়া হয়। ইসলামপুর থানা থেকে আমার গ্রামের বাড়িতে পুলিশও গিয়েছিল।’
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘খোঁজখবর নিতে আমরা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি।’
উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এ নিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে