প্রবাসে বাবার মরদেহ, পরীক্ষাকেন্দ্রে মেয়ে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ১৬: ১১

প্রবাসে বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শিক্ষক ও স্বজনদের কথায় পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থী আফরিন জাহান লিজা। আজ সোমবার উপজেলার সহনাটি ইউনিয়নে সহনাটি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লিজা ওই গ্রামের সদ্য প্রয়াত আলাল উদ্দিনের (৪০) মেয়ে। সে স্থানীয় গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। 

জানা যায়, আজ সকাল ৬টায় লিজা পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর আসে তার বাবা প্রবাসে মারা গেছে। বাবার মৃত্যুর খবরে সে ভেঙে পড়লেও শিক্ষক ও স্বজনদের কথায় কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লিজার বাবা আলাল উদ্দিন দুই বছর ধরে সৌদি আরবের রিয়াদে থাকেন। গতকাল রোববার দুপুরে (সৌদি আরব সময়) আলাল উদ্দিন অসুস্থ হলে তাঁকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ওই দিন সন্ধ্যায় (সৌদি আরব সময়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সৌদি আরব থেকে গতকাল রাতেই আলাল উদ্দিনের মৃত্যুর খবর বাড়িতে আসলেও পরীক্ষার কথা ভেবে লিজার পরিবারের কাছে বিষয়টি গোপন রাখেন স্বজনরা। কিন্তু পরের দিন সোমবার ভোরে বিষয়টি জানাজানি হয়ে যায়।

আলাল উদ্দিনের বড় ভাই হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ভাই ফুসফুসের রোগে ভুগছিলেন। গতকাল অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমরা প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা করছি। 

এ বিষয়ে গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান ফকির বলেন, লিজা আমার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ফার্স্ট গার্ল। তার বাবার মৃত্যুর খবর পেয়ে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছি। সে যেন ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে সার্বক্ষণিক খেয়াল রাখার চেষ্টা করছি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত