ত্রিশালে জমিতে ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২২: ১৬
Thumbnail image

ময়মনসিংহের ত্রিশালে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে উমর ফারুক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার (২৭ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উমর ফারুক মুকছেদ আলীর ছেলে। তাঁর কোনো সন্তান নেই। ত্রিশাল বাজারে তাঁর একটি ওয়ার্কশপ রয়েছে। 

উমর ফারুকের ভাই ফরহাদ ও প্রতিবেশী শহীদ আজকের পত্রিকাকে জানান, প্রচণ্ড গরমের মধ্যে তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন চিকিৎসক আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা পৌনে ২টার দিকে স্বজনেরা তাঁকে এখানে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। স্বজনদের থেকে পাওয়া তথ্য মোতাবেক তাঁর মৃত্যু হিট স্ট্রোকে হতে পারে বলে আমরা ধারণা করছি।’

ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, ‘শুনলাম প্রচণ্ড গরমের মধ্যে তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত